top of page

শুভেন্দুর গড়ে পঞ্চায়েতের উপসমিতি গঠনকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, অভিযোগ দুপক্ষের বিরুদ্ধে


এগরা ব্লকের একটি গ্রাম পঞ্চায়েতের উপ সমিতি নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা । পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের ঘটনা। শুক্রবার বেলা প্রায় ১১ টা নাগাদ পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে বিরোধী পঞ্চায়েত সদস্যদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে। অভিযোগ, বিজেপি ও কংগ্রেস এবং নির্দল পঞ্চায়েত সদস্যদের বেশ কয়েকজনকে বেধড়ক মারধর করা হয়।


এর পরে পাঁচরোল গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে দফায় দফায় শাসক- বিরোধী দুই দলের মধ্যে তুমুল উত্তেজনা ছড়ায়। পাশাপাশি, গোটা এলাকা রণক্ষেত্রের আকার ধারণ করে। অবশেষে পুলিশ পরিস্থিতি বেগতিক বুঝে বিরোধী পঞ্চায়েত সদস্যদের নিরাপত্তার ঘেরাটোপে পঞ্চায়েত কার্যালয়ে প্রবেশ করায়।


অভিযোগ পঞ্চায়েতের মেইন গেটে শাসক দলের লোকেরা তালা লাগিয়ে দেয়। বহুবার পুলিশ তালা খুলতে বললেও কেউই খোলেনি তালা। পুলিশ বাধ্য হয়ে তালা ভেঙে বিরোধী পঞ্চায়েত সদস্যদের ১২ টার মধ্যে পঞ্চায়েত কার্যালয়ের ভিতরে ঢুকিয়ে দেয়। বিরোধীরা সঞ্চালক নির্বাচনের ভোটাভুটিতে অংশগ্রহণ করে। এর পরে উভয় দলের জমায়েতকে পঞ্চায়েত কার্যালয় থেকে একশো মিটার দূরে সরিয়ে দেয় পুলিশ। এগরা থানার আইসি স্বপন কুমার গোস্বামী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


Bình luận


bottom of page