top of page

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শীতের আমেজ, হেমন্তেই কড়া নাড়ছে শীত! কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

Writer's picture: Minakshi Ghosh, WTNMinakshi Ghosh, WTN

কলকাতায় হেমন্তের শহরে শীতের আমেজ, নামছে পারদ ৷ ভোরের বাতাসে হিমেল ছোঁয়া৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে। কিছু এলাকায় আকাশ মেঘলা থাকলেও বেশিরভাগ জেলাতেই আকাশ পরিষ্কার থাকবে, তবে তাপমাত্রা নামবে।


কলকাতায় আকাশ মূলত পরিষ্কারই থাকবে। সোমবার থেকে কমবে তাপমাত্রা। উত্তর ও উত্তর পশ্চিমে বইবে হাওয়া। মঙ্গলবারের মধ্যে তাপমাত্রা বেশ কিছুটা নামতে পারে। শীতের আমেজ ফিরবে সকালে ও সন্ধ্যায়। কলকাতায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস।


শীতের আগমন কবে?


আবহাওয়া দফতরের পূর্বাভাস, ইতিমধ্যেই উত্তরবঙ্গে শীতের আমেজ অনেকটাই বেড়েছে। দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে এই মুহূর্তে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ক্রমশ বাড়বে শীতের আমেজ।


দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহেই ফিরবে শীতের আমেজ। মঙ্গলবার থেকেই নামবে আরও পারদ। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা ও সংলগ্ন এলাকায় আগামী ৩-৪ দিনে ২০-২১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে পারদ। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নামতে পারে। বুধবারের মধ্যে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির ঘরে নামতে পারে।


সব মিলিয়ে ইনিংস শুরুর আগে উপস্থিতি ভালোই জানান দিচ্ছে শীত।

Comments


bottom of page