আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার পর্যন্ত দক্ষিণ বঙ্গে চলবে বৃষ্টি। বৃষ্টি চলবে উত্তর বঙ্গেও। উত্তর পশ্চিম বঙ্গপসাগরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে তা ঝাড়খন্ড এবং আশেপাশের সংলগ্ন এলাকার ওপরে অবস্থান করেছে। যথারীতি রাজ্য থেকে বেশ কিছুটা দূরে চলে যাওয়ায় বৃষ্টি কমবে রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস ২৩ তারিখ অবধি বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে জেলাগুলোতে।
কয়েকদিন ধরেই কখনও টিপটিপ, কখনও আবার তুলনায় জোরে বৃষ্টি হচ্ছে রাজ্যে।মাঝেমধ্যে আবার গুমোট গরমে নাজেহাল অবস্থা। বৃষ্টি যখন বন্ধ হচ্ছে তখনি বাড়ছে অস্বস্তি। কিন্তু ভাদ্রের শেষ বেলায় নিম্নচাপের জেরে দাপট দেখিয়েছে বর্ষা। গত বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখভার ছিল। বৃষ্টিও হয়েছে। শুক্রবার দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে রাজ্য।
উত্তরবঙ্গ জুড়ে ভিজছে পাহাড়
শিলিগুড়ি:: ঘন কালো মেঘে ঢাকা শহর। রাতভর বৃষ্টি। আজও ভিজবে শিলিগুড়ি।
দার্জিলিং :: বৃষ্টিতে ভিজছে শৈলশহর। ম্যাল কার্যত ফাঁকা। হোটেলবন্দী পর্যটকেরা।
কালিম্পং:: কালিম্পংয়েও মুষলধারায় বৃষ্টি। ব্যহত স্বাভাবিক জনজীবন। মন খারাপ পর্যটকদের।
জলপাইগুড়ি :: মেঘলা আকাশ সঙ্গে হালকা ও মাঝারি বৃষ্টি জলপাইগুড়িতে।
ডুয়ার্স:: মুষলধারায় বৃষ্টি চলছে ডুয়ার্সজুড়ে।
আলিপুরদুয়ার :: মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা।
কোচবিহার :: মেঘলা আকাশ। বৃষ্টি চলছে।
উত্তরদিনাজপুর :: সকাল থেকেই বৃষ্টি রায়গঞ্জে। দিনভর ভেজার সম্ভাবনা।
ইসলামপুর :: সকাল থেকেই আকাশের মুখ ভার। বৃষ্টির পূর্বাভাস।
দক্ষিণদিনাজপুর :: সকাল থেকে আকাশ মেঘে ঢাকা। বৃষ্টির সম্ভাবনা।
Comments