শুক্রবার সকাল আটটায় কলকাতায় বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর । বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে আগামী দু ঘন্টায় বৃষ্টির সতর্কতা থাকছে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।
বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ায় কলকাতা সহ-সংলগ্ন এলাকায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালো মেঘ করে বেশ কিছুক্ষণ একটানা বৃষ্টি হতে পারে কিছু এলাকায়। সকাল ৮টা থেকেই আকাশের মুখ গোমড়া। ঘন কালো মেঘে ঢাকা রোদ্দুর।
টানা বর্ষা একদিকে যখন নাজেহাল শহরবাসী, তখনই সুখবর ভোজনরসিকদের। কারণ এবছর ইলিশ এসেছে প্রচুর। তবে কলকাতায় কবে ঢুকবে ইলিশ ?
বাংলাদেশ থেকে আমদানি করা ইলিশ আগামী কাল থেকে খোলা বাজারে আসবে বলে আশাবাদী মাছ বিক্রেতারা। আপাতত সরকারি ভাবে ৫৫ মেট্রিকটন মাছ দেশে এসেছে।
হাওড়া মাছ বাজারে সকাল থেকে বিকোচ্ছে পদ্মার ইলিশ, আজ রাজ্যে প্রবেশ করেছে ৪০ মেট্রিক টন | ৪৪ দিনে মোট 3950 মেট্রিক টন মাছ রাজ্যকে আমদানি করতে হবে | প্রথম দিনেই পাইকারী বাজারে দাম 1600 থেকে 1700 টাকা প্রতি কেজি | খুচরো বাজারে যার দাম হবে 2200 থেকে 2500 টাকা। শুক্রবার আজ বিকাল থেকেই হাওড়া কলকাতার খোলা বাজারে মিলবে রুপালি শস্য।
শুক্রবারের উত্তরবঙ্গের আবহাওয়া কেমন? সকাল থেকেই বৃষ্টিতে ভিজছে উত্তরের একাধীক জেলা, শৈলশহর কুয়াশার আড়ালে।
শিলিগুড়ি :: সকাল থেকেই অবিরাম বৃষ্টি। রাতভর বৃষ্টি হয়েছে দফায় দফায়। দিনভর ভেজার সম্ভাবনা।
দার্জিলিং :: রাতভর বৃষ্টির পর সকাল থেকে কুয়াশার চাদরে শৈলরাণী। হালকা মেঘের ভেলা। তাপমাত্রা অপরিবর্তিত।
কালিম্পং :: ভিজছে কালিম্পং। দিনভর বৃষ্টির পূর্বাভাস। ছাতা মাথায় রাস্তায় স্থানীয়রা।
জলপাইগুড়ি :: মেঘলা আকাশ। হালকা ও মাঝারি বৃষ্টি।
আলিপুরদুয়ার :: বৃষ্টি চলছেই। আকাশের মুখ ভার। বৃষ্টির ভ্রুকুটি দিনভর। ব্যহত স্বাভাবিক জনজীবন।
কোচবিহার :: রাতভর হালকা থেকে মাঝারি বৃষ্টি। সকালেও বৃষ্টি কোচবিহার জেলার বিভিন্ন এলাকায়। দিনভর বৃষ্টির সম্ভাবনা।
উত্তরদিনাজপুর :: সকাল থেকেই মেঘলা আকাশ। আজও বৃষ্টির সম্ভাবনা।
ইসলামপুর :: মেঘলা আকাশ, ঠান্ডা হাওয়ার সাথে হালকা ঝিরিঝিরি বৃষ্টি।
দক্ষিনদিনাজপুর :: সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে বালুরঘাটে। বৃষ্টির পূর্বাভাস।
Comments