আগামী ৩০ তারিখ স্পেশাল ট্রেনে হাওড়া থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন বিধায়ক-সাংসদরা।স্পেশাল ট্রেনে যাবেন তৃণমূলের একাধিক নেতা-নেত্রী। এই স্পেশাল ট্রেনে যাবেন জব-কার্ডে বঞ্চিত মানুষরাও যা একশো দিন কাজের প্রকল্পের অন্তর্গত।
তবে এই প্রকল্প বঞ্চিতরা যাচ্ছে কারণ জেলার আটটি ব্লকে জব কার্ড পায়নি বলেই সূত্রে খবর। ১ তারিখ দুপুরেই দিল্লি পৌঁছে যাবেন দলের সব মন্ত্রী-বিধায়ক-সাংসদরা।অভিষেক বন্দোপাধ্যায় পৌঁছে যাবেন দিল্লিতে।
আজ রাত থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জমায়েত হবে কলকাতায়।কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চিতরা নিয়ে যাচ্ছেন জব কার্ড। উত্তরের জেলাগুলি থেকে বড় জমায়েতর সভাবনা। কেন্দ্রীয় প্রকল্পের মজুরি থেকে যারা বঞ্চিত তাদের থাকার ব্যবস্থা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে।
এই প্রকল্পে থাকছে উপস্থিত অভিষেক বন্দোপাধ্যায় এবং তৃণমূলের অন্নেযান্তায - নেত্রী।
Comments