বাংলার মাটি যে শিল্পের জন্য কতটা উর্বর, শুক্রবার মাদ্রিদে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে সেই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী এই মঞ্চ থেকে শিল্পপতিদের আহ্বান জানিয়ে বলেন, বাংলা এমন এক জায়গা যেখানে পাহাড়, জঙ্গল, নদী, সমুদ্র সব রয়েছে। রয়েছে দক্ষ এবং সুলভ শ্রমিক।
এদিনের মুখ্যমন্ত্রী স্পেনীয় শিল্পপতিদের উদ্দেশ্যে বলেন, তাঁরা যেন বাংলায় আসেন, পর্যবেক্ষণ করেন এবং সর্বোপরি বাংলায় বিনিয়োগ করেন।
মুখ্যমন্ত্রীর এই আহ্বান সাড়া ফেলেছে স্পেনীয় শিল্পমহলে।
শুক্রবার এই সম্মেলনে উপস্থিত ছিলেন স্পেনের শিল্প মন্ত্রকের প্রতিনিধি আলিসিয়া ভারেলা দোনোসো। মুখ্যমন্ত্রীর সফরকে 'ঐতিহাসিক' উল্লেখ করে তিনি বলেন, বাংলা এবং ভারতের সঙ্গে এই ধরনের যৌথ শিল্প সম্মেলনের উপর স্পেনকে আরও বেশি করে জোর দেওয়া উচিত।
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘‘আমাদের বাংলায় সমস্ত ধরনের যোগাযোগ ব্যবস্থা রয়েছে। সেই সঙ্গে প্রশিক্ষিত শ্রমিকও রয়েছেন। আপনারা আসুন।’’
স্পেনের জন্য বাংলার পর্যটন থেকে ক্রীড়া নানান ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগের দরজা খুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
স্পেনের শিল্প মন্ত্রকের প্রতিনিধি আলিসিয়া এদিন জানান, "এই মুহূর্তে ভারতে বিনিয়োগকারী স্পেনীয় সংস্থা ২০০টি। এই ২০০টির মধ্যে মাত্র তিনটির বিনিয়োগ রয়েছে বাংলায়। এটা আমরা বাড়ানোর চেষ্টা করব। বাংলায় শিল্প-সম্ভাবনা প্রচুর।" পাশাপাশি তিনি এও জানান,"‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই স্পেন সফরকে আমরা মনে করছি একটি ঐতিহাসিক সফর বলে মনে করছি। এতে ভারত-স্পেন এবং পশ্চিমবঙ্গ-স্পেন সম্পর্ক দৃঢ় হবে। আমাদের দুই দেশের সামনেই যে অর্থনৈতিক চ্যালেঞ্জ, তা যৌথ ভাবে মোকাবিলা করা দরকার। এমন বৈঠক আরও হওয়া উচিত।’’
অন্যদিকে, লগ্নির সন্ধানে কেন স্পেনে গেলেন মুখ্যমন্ত্রী? শুক্রবারে মাদ্রিদে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান,‘‘আজ থেকে কয়েক মাস আগে আন্তর্জাতিক কলকাতা বইমেলায় স্পেন ছিল থিম। তখন তাঁরা আমায় আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি পাঁচ বছর কোথাও যাইনি। ঠিক করেছিলাম, এর পর কোথাও গেলে স্পেনেই যাব।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার লা লিগার সঙ্গে মউ স্বাক্ষরিত হয় পশ্চিমবঙ্গ সরকারের। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন কার্যত টবল-এর ব্র্যান্ড-দূত হয়ে মঞ্চ আলোকিত করেছিলেন তিনি। শুক্রবার সৌরভকে দেখা গেল শিল্পের ব্র্যান্ড-দূতের মহিমায়।
বাংলায় বিনিয়োগ নিয়ে এদিনের মঞ্চ থেকে মমতা বলেন, ‘‘গণতন্ত্রই ভারতের মূল শক্তি। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রাজ্যে সরকার পরিচালনা করে। এবং বৈচিত্রের মধ্যেও ঐক্য রয়েছে।’' মুখ্যমন্ত্রীর সংযোজন,‘‘অন্য কোথায় কী হচ্ছে আমি বলব না। তবে বাংলায় আমরা সমস্ত জাতি, ধর্মকে সমান ভাবে শ্রদ্ধা করি।’’
Comments