দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে দ্বিতীয় ক্যাম্পাসের জন্য জমি পেল আর জি কর হাসপাতাল কর্তৃপক্ষ।
গত ২৮ অগস্ট মন্ত্রিসভার বৈঠকে আর জি করকে অনাথ দেব লেনে প্রায় ৩ একরজমি দেওয়ার সবুজ সংকেত দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
সূত্রের খবর, আর জি কর হাসপাতাল ও মেডিক্যাল কলেজ সম্প্রসারণের জন্যে স্বাস্থ্য দফতরকে ২.৯৫ একর জমি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আবাসন দফতর।
প্রসঙ্গত, অনেক দিন ধরেই আটকে ছিল আর জি কর সম্প্রসারণের কাজ। ইতিপূর্বে, এসএসকেএম হাসপাতালে শহরের বিভিন্ন মেডিক্যাল কলেজগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী।
এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হাসপাতালের জন্য জমির আর্জি জানিয়েছে অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এদিন মুখ্যমন্ত্রীর তরফ থেকে সবুজ সংকেত পেয়ে খুশির হাওয়া কলেজে।
Commentaires