top of page

‘উষ্ণতম’ আগস্টের চরম প্রভাব কি বাংলার জলবায়ুতে?

Writer: Jaita Chowdhury, WTNJaita Chowdhury, WTN


মাসিক উষ্ণতা বৃদ্ধির নিরিখে নজিরবিহীন রেকর্ড আগস্ট মাসে। বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, এবছর আগস্টেও পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি ছিল অব্যাহত। প্রাক-শিল্পযুগের তুলনায় এবছর পৃথিবীর তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। সমুদ্র জলের উষ্ণতাও ছিল গড় ২১ ডিগ্রি সেলসিয়াসের থেকে বেশি।


উল্লেখ্য, গত জুলাই মাসে উষ্ণতা মাসিক সর্বকালীন রেকর্ড করেছিল। এবার জুলাইয়ের পর স্থান পেয়েছে আগস্ট। রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্তনিও গুতেইরেস এই প্রসঙ্গে বলেছেন, পৃথিবীর জলবায়ুতে বড় ধরণের পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। উষ্ণতার পারদ ক্রমস্ব চড়ছে। পরিণতিতে, ভেঙে পড়ছে বিশ্বের সার্বিক জলবায়ু।


ইউরোপিয়ান আবহাওয়া সংস্থার একটি সমীক্ষা বলছে, ২০১৬ সালের পর এত গরম পড়েনি। কয়লা, জ্বালানী গ্যাস, তেল ইত্যাদি ব্যবহারের ফলেই পৃথিবীর তাপমাত্রা বাড়ছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।


এই বছর প্রশান্ত মহাসাগরে এল নিনো ঝঞ্ঝার অনুকুল পরিবেশ তৈরি হওয়ায় উষ্ণতা আরও বাড়ছে। আগামী কয়েকমাস এল নিনোর দাপট কায়েম থাকবে বলে জানিয়েছেন আবহবিদেরা।


অন্যদিকে, আজ কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলাগুলিতে দু'এক পশলা ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।


উত্তরবঙ্গে সপ্তাহন্তে বৃষ্টি বাড়ার সম্ভবনা রয়েছে। উল্লেখযোগ্যভাবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভবনা না থাকলেও আগামী পাঁচ দিন হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্প্‌ আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি ইত্যাদি জেলাগুলিতে থাকবে আংশিক মেঘলা আকাশ।


দক্ষিনবঙ্গে আগামী দু'দিন তাপমাত্রা একই রকম থাকবে। কলকাতায় থাকবে মেঘলা আকাশ। মাঝে-মাঝে বজ্রবিদ্যুৎসহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মাঝে বলে জানিয়েছে হাওয়া দপ্তর।

Comments


bottom of page