top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

রাজ্যজুড়ে ঠান্ডা ঠান্ডা আমেজ, কালী পুজোতেই কী শীতের আগমন? জানিয়ে দিলো হাওয়া অফিস


রাতের তাপমাত্রা কমছে। আবহাওয়ার বদল এসেছে সোমবার থেকেই। অনুভূত হচ্ছে শিরশিরানি ঠান্ডার ভাব। আবহাওয়া দফতর বলছে, আগামি ক'দিন এই আবহাওয়াই থাকবে। উত্তর-পূর্ব দিক থেকে শুকনো হাওয়া আসছে যার জেরে সারা রাজ্য জুড়েই ঠান্ডা্র আমেজ রয়েছে। কালীপুজোতেও এই ঠান্ডা ভাব অনুভূত হবে। বৃহস্পতিবার থেকেই সূর্য ডুবলে বেশ ভালোই বোঝা যাচ্ছে ঠান্ডার অনুভূতি। গা ঢাকা পোশাকে বেশ আরাম হচ্ছে। বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে শুষ্ক আবহাওয়া ত্বকে টান পড়ছে বেশ ভালোভাবে।


কালীপুজো ভাইফোঁটাতে কেমন আবহাওয়া থাকবে! সে নিয়ে অনেকেরই প্রশ্ন। শুষ্ক আবহাওয়া থাকবে।আগামী পাঁচ দিন রাজ্যজুড়ে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। একইসঙ্গে তাপমাত্রারও কোন পরিবর্তন নেই। রাজ্য উত্তর পূর্ব দিক থেকে শুকনো হাওয়া আসায় রাজ্য জুড়ে ঠান্ডার আমেজ। ভাইফোঁটার দিনও আবহাওয়া একই থাকার সম্ভাবনা। এদিকে হাওয়া অফিসের কথায় শীত আসতে এখনো দেরি রয়েছে।


দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের পশ্চিমাঞ্চলে নামতে পারে পারদ। এখনই ২০ ডিগ্রির নিচে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের যে বেশ কিছু জেলার আবহাওয়া শুকনো থাকবে, বৃষ্টির কোন পূর্বাভাস নেই। আগামী দুই রাতের মধ্যে আরও বেশ কিছুটা তাপমাত্রা নামতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। পশ্চিমে জেলাগুলিতে ১৭-১৮ ডিগ্রি তাপমাত্রা নেমে যাবে। এছাড়া বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম পুরুলিয়ার ইত্যাদি জায়গায় তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।


Comments


bottom of page