top of page
Wrishita Mukherjee, WTN

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঠাণ্ডার আমেজ, আবহাওয়ায় বদলের ইঙ্গিত হাওয়া অফিসের?

জেলায় জেলায় শীতের আমেজ পরিবেশ এবং আবহাওয়া শুষ্ক। সকাল সন্ধ্যা অনুভব করা যাচ্ছে শীতের আমেজ। এরই মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে ২০ ডিগ্রি নিচে তাপমাত্রা নেমে গিয়েছে । এখন তাপমাত্রা কমলেও নভেম্বরের শুরুতে কিন্তু তাপমাত্রা আবার বাড়বে। আবহাওয়া দপ্তর থেকে এমনটাই জানানো হয়েছে। বুধবারের পর থেকে পারদ বাড়বে। সোমবার পর্যন্ত কিন্তু শীতের আমেজ অনুভব করা যাবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেই নতুন করে তাপমাত্রা না কমলেও শীতের আমেজ কিন্তু থাকবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও নেই। নভেম্বর মাসের শুরু থেকে তাপমাত্রা বাড়বে। ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু বাড়তে পারে নভেম্বরের প্রথম তিন থেকে চার দিন।


উত্তরের হাওয়া পশ্চিমে জেলাগুলিতে ঢোকার ফলে শীতের আমেজ কিন্তু জেলায় জেলায় থাকবে। শুষ্ক আবহাওয়া, জলীয়বাষ্প ক্রমশ কমবে। দখিনা বাতাসের দিন এবার শেষ।এদিকে উত্তরে কিন্তু ইতিমধ্যেই শীতের আমেজ অনেকটাই বেড়েছে। উত্তরের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের না হলেও শীতের আমেজ কিন্তু ক্রমশ বাড়তে থাকবে।


কলকাতার আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। শীতের আমেজ বাড়ছে। সোম মঙ্গলবার পর্যন্ত থাকবে কিন্তু বৃষ্টির কোন সম্ভাবনা এখন কিন্তু নেই। আকাশ আংশিক মেঘলা হলেও বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে সন্ধ্যেই আবহাওয়া মনোরম। বাতাসে জলীয় বাষ্প থাকার কারণে বেলা বাড়ার সাথে সাথে সামান্য গরম এবং অস্বস্তিকর আবহাওয়া হতে পারে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। কিন্তু মঙ্গলবার এর সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। কলকাতা শহরে তাপমাত্রা ২২ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে।



আগামী বৃহস্পতি এবং শুক্রবার কালিম্পং ও দার্জিলিং সংলগ্ন এলাকাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মাঝারি থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা নেই বললেই চলে। ওড়িষ্যা সংলগ্ন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা এবং ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলিতে দু-এক পসলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Comments


bottom of page