top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

পুজো প্ল্যান কি ভেস্তে যাবে? কেমন থাকবে উৎসবের আবহাওয়া? কী জানাচ্ছে আবহাওয়া দফতর!


রৌদ্রজ্জ্বল থাকবে মহালয়ার আকাশ। আগামি ৪৮ ঘণ্টায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই রাজ্যে। শুষ্ক থাকবে আবহাওয়া। মাঝে মধ্যেই দেখা মিলবে পুজোর আকাশের। শেষ মুহূর্তে পুজোর কাজ গোটানোর তাড়া। মণ্ডপে মন্ডপে চলছে শেষ বেলার প্রস্তুতি।


সকলের মনে শুধু একটাই জিজ্ঞাসা, পুজোর কটা দিন কী বৃষ্টিতে ভিজবে কলকাতা শহর? পার্বনের এই কটা দিন আনন্দ উপভোগ করতে পারবে বাঙালি?


সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত জোড়া নিম্নচাপের বৃষ্টিতে ভেসেছে রাজ্য। সঙ্গে ব্যারেজগুলি থেকে ছাড়া জলে ছাড়ায় জেলায় জেলায় বন্যা পরিস্থিতি। যদিও সেই আশঙ্কাও কাটে নিম্নচাপ সরে যাওয়ার সঙ্গে সঙ্গে। হাওয়া অফিস জানাচ্ছে, পুজোয় বৃষ্টি না হওয়ার সম্ভাবনা। গত কয়েক দিন ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পরিষ্কার আকাশ রোদ ঝলমলে আবহাওয়া। শুষ্ক গরম চলছে। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। তবে পুজোর ঠিক আগে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খানিকটা কমতে পারে।


শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি যার স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং কলকাতার সব সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি।


উত্তরবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন, কোথাও রৌদ্রজ্জ্বল আবহাওয়া।


শিলিগুড়ি :: মেঘ আর রোদের লুকোচুরি। বৃষ্টির সম্ভাবনা।


দার্জিলিং :: মেঘের কোলে শৈলশহর।


কালিম্পং :: মেঘের আড়ালে কালিম্পংও।


জলপাইগুড়ি :: মেঘমুক্ত ঝলমলে আকাশ। শরতের হাতছানি।


ডুয়ার্স :: রোদ ঝলমলে আকাশ।


আলিপুরদুয়ার :: মহালয়ার সকালে পরিষ্কার আকাশ।


উত্তর দিনাজপুর :: ঝলমলে আকাশ বেলা বাড়তেই তাপমাত্রা বাড়ার আশঙ্কা।


ইসলামপুর :: পরিস্কার আকাশ, বাড়ছে তাপমাত্রা।


দক্ষিণ দিনাজপুর :: পরিষ্কার আকাশ বালুরঘাটে।

Comments


bottom of page