বৃষ্টি থেকে নিস্তার এখনই নয়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর বৃষ্টি এখনই রাজ্য থেকে বিদায় নিচ্ছে না।
আজ দক্ষিণবঙ্গে সাধারণত মেঘলা আকাশ থাকবে, বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে বলে আশা করা যায়।
অপরদিকে দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে।
পার্বত্য এলাকাসহ উপরের ৫ জেলায় চলবে হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত। মালদা ও দুই দিনাজপুরে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলে আশা করা যায় এবং বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন ধীরে ধীরে ঘটবে।
অন্যদিকে দেশে দক্ষিণ পশ্চিম, মৌসুমি বায়ুর বিদায় নেওয়া শুরু করবে সোমবার পশ্চিম রাজস্থান থেকে। তবে উত্তর আন্দামান সাগরে শুক্রবার একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, ঘূর্ণাবর্তটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও আন্দামান শহরের নিম্নচাপে পরিণত হবে। তবে সেটি আরো শক্তিশালী হয়ে পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা সে বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারিনি আলিপুর আবহাওয়া দপ্তর।
উত্তরবঙ্গের আজ বৃষ্টির সাথে সাথে থাকবে কুয়াশা, জেনে নিন বিস্তারিত -
শিলিগুড়ি -রাত থেকেই অবিরাম বৃষ্টি। আকাশের মুখ ভার। ছুটির রবিবারেও কার্যত ঘরবন্দী শহরবাসী।
দার্জিলিং -শৈলশহরও বৃষ্টিস্নাত। পাহাড়জুড়েই বৃষ্টি। মন খারাপ পর্যটকদের। ম্যাল খাঁ খাঁ করছে।
কালিম্পং-ভিজছে কালিম্পং। টানা বৃষ্টিতে "ক্লান্ত" পাহাড়ী এই শহর। সঙ্গী কুয়াশা।
জলপাইগুড়ি- মেঘলা আকাশ। সকাল থেকে বৃষ্টি।
ডুয়ার্স- রাত থেকেই বৃষ্টি ডুয়ার্সে।
কোচবিহার-রাতভর হালকা থেকে মাঝারি বৃষ্টি। সকালেও বৃষ্টি চলছে। দিনভর বৃষ্টির সম্ভাবনা।
উত্তরদিনাজপুর-রাত থেকে টানা বৃষ্টি চলছে, ঘরবন্দী শহরবাসী।
ইসলামপুর-রাতভর হালকা থেকে মাঝারি বৃষ্টি, সকালেও তা অপরিবর্তিত। দিনভর বৃষ্টির পূর্বাভাস।
দক্ষিনদিনাজপুর-কালো মেঘে ঢাকা আকাশ বালুরঘাটে, মাঝে মাঝে হালকা বৃষ্টি হচ্ছে।
Comentários