রাজ্যে অকাল বৃষ্টি। অঝোরে নয় যদিও। তবু অসময়ের বৃষ্টি সামান্য হলেও কমিয়েছে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস। শনিবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলাতেই বৃষ্টির সর্তকতা। শুক্রবার রাতে আবহাওয়া দফতর থেকে সতর্ক করা হয়েছে। শুক্রবার রাত থেকে বৃষ্টি শুরু হয়। দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প ঢোকার কারণেই বৃষ্টির সম্ভাবনা যার খবর আবহাওয়া দফতর আগেই দিয়েছিল। শনিবার রবিবার দুদিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যে সাতটা কুড়ি মিনিটে এ আলিপুর আবহাওয়া দফতর থেকে সতর্কবার্তা জানানো হয়েছে।
আবহাওয়া সূত্রে খবর, কলকাতা সহ কলকাতার আশেপাশের কিছু জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দুই দিন। হাওড়া এবং হুগলির বেশ কিছু এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি চলতে পারে রবিবারেও। এদিকে রবিবার শহরে ম্যাচ রয়েছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার। সেই কারণেই ক্রিকেটপ্রেমীদের চিন্তায় ফেলেছে বৃষ্টির এই সতর্কতা। রবিবারের এই ম্যাচ নিয়ে ইতিমধ্যে উন্মাদনা তুঙ্গে। টিকিট চেয়েও পাননি অনেকে। এদিকে লক্ষ টাকায় বিক্রি হচ্ছে কোনও কোনও টিকিট। বৃষ্টিতে যদি ম্যাচ ভেস্তে যায়! এই সংশয় তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে । তবে আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছে বৃষ্টি হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
Comments