top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, কালীপুজোর আগেই কী ফিরবে ঠান্ডার আমেজ?

পূজোর পরের কয়েকদিনের ঠান্ডার আমেজ কেটে ফের অস্বস্তি আবহাওয়ায়। কলকাতায় দুপুরে গরম বেশ ভালই টের করেছে শহরবাসী। বুধবারের তাপমাত্রা ছিল স্বাভাবিকের ওপরেই। কেন আবহাওয়ার এই মুড বদল?


বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে । পূবালী হাওয়া এবং পশ্চিমে ঝঞ্জায় প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। বিভিন্ন জেলায় হালকা থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার কথা রয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গে সবকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবারও জেলাগুলিতে হালকা বৃষ্টি হবে।


উত্তরবঙ্গের আবহাওয়া অনুযায়ী, দার্জিলিং কালিম্পং জেলায় বৃহস্পতি ও শুক্রবার এই দুদিন বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলার আংশিক মেঘলা আকাশ হল বৃষ্টির সম্ভাবনা কম । উত্তরবঙ্গের শনিবার দার্জিলিং ও কালিম্পং এ হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। কিন্তু বাকি সময় বাকি জেলাগুলোর আবহাওয়া শুকনো থাকবে।


কলকাতায় সম্ভবত মেঘলা আকাশে থাকবে। আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশেপাশের অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে। এছাড়াও কলকাতা সহ আশেপাশের এলাকায় দুই এক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।


আলিপুর আবহাওয়া সূত্রে খবর, এখন হিমবাহ সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে প্রতি সপ্তাহে তেমন কোন তাপমাত্রায় পরিবর্তন হবে না। তবে আবার সূত্র জানানো হয়েছে, যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রা কোন পরিবর্তন হবে না। আগামী সপ্তাহ থেকে ফের ফিরবে ঠাণ্ডার আমেজ । আগামী মঙ্গলবার থেকে ফের তাপমাত্রা কমবে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস।



Comments


bottom of page