কলকাতায় মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। গনেশ পুজোয় বৃষ্টি আরো একটু বাড়বে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি উপকূল ও পশ্চিমের জেলায়। কমবে তাপমাত্রা। সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির স্পেল। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।
সোমবার ১৮ সেপ্টেম্বর ফের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরীর সম্ভাবনা তৈরি হয়েছে। ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। উড়িষ্যার সংলগ্ন উপকূলে ঘূর্ণাবর্তের প্রভাব বেশি থাকবে। উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরীর সম্ভাবনা সবথেকে বেশি।
কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬০ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে উত্তরবঙ্গে ঝলমলে দিন। পাহাড়ে মুগ্ধ পর্যটকেরা। কিন্তু সমতলে আজও অস্বস্তিকর আবহাওয়া। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ডুয়ার্স, আলিপুরদুয়ার পরিষ্কার আকাশ, বাড়ছে তাপমাত্রা। দার্জিলিং, কালিম্পং মনমুগ্ধকর আবহাওয়ায় মজে পর্যটকেরা। হালকা মেঘের কোলে ভাসছে শৈলশহর।
Comentarios