top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

মঙ্গলবার নিয়োগ নিয়ে জট কাটাতে মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক চাকরিপ্রার্থীদের


আগামীকাল মঙ্গলবার ১৯শে সেপ্টেম্বর মাদ্রাসা সার্ভিস কমিশনের চেয়ারম্যান গোলাম আলি আনসারি ও অধিকারিকদের সঙ্গে উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বৈঠক।


মাদ্রাসা সার্ভিস কমিশন ২০১৩ সালে বিজ্ঞপ্তিতে শূন্যপদ ছিলো ৩১৮৩, কিন্তু প্যানেল ছাড়ায় নিয়োগ হয় মাত্র ১৫০০। সেখানেও প্রচুর দূর্নীতি হয়েছে।


২০১০ সালের গেজেটের কোন নিয়ম মানা হয়নি। মাদ্রাসা শিক্ষা মন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন ৬-৭ হাজার মাদ্রাসাতে নিয়োগ হবে, অথচ ষষ্ঠ স্টেট লেভেল সিলেকশন টেস্টে উত্তীর্ণ চাকরি প্রার্থীরা দীর্ঘ সাত বছর ধরে আন্দোলন করছে।


মহামান্য হাইকোর্ট বারংবার নিয়োগের নির্দেশ দিলেও ডিভিশন বেঞ্চে সুপ্রিম কোর্টে আটকানোর চেষ্টা করছে। অন্যদিকে শুধু প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু উত্তীর্ণ চাকরি প্রার্থীদের নিয়োগ করছে না।


৩১শে আগষ্ট কালীঘাট অভিযানে কমিশনের চেয়ারম্যান গোলাম আলি আনসারি জানিয়েছেন, ১৯শে সেপ্টেম্বর সকাল ১১ টায় চাকরি প্রার্থীদের সঙ্গে বসে আলোচনা করে নিয়োগের জটিলতা কাটানোর জন্য বসবেন।

留言


bottom of page