top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

বারুইপুরে আর্সেনিক-প্রবন এলাকার জলের পাইপ কেটে দেওয়ায় চূড়ান্ত ভোগান্তি স্থানীয়দের


বারুইপুরের ধপধপি ২ নম্বর গ্রামে রাতের অন্ধকারে কেটে দেওয়া হয়েছে আর্সেনিক প্রবন এলাকার একটি জলের পাইপ লাইন। কে বা করা কেটেছে এই জলের লাইন টা নিয়ে শুরু হয় তদন্ত।


বৃহস্পতিবার সকাল থেকেই পানীয় জলের সমস্যায় ভুগছেন স্থানীয় বাসিন্দারা। বারুইপুর পৌরসভা থেকে জলের গাড়ি পাঠানো হলেও জল নেওয়া নিয়ে শুরু হয়ে যায় মারামারি। অনেক স্থানীয় বাধ্য হয়ে পানীয় জল কিনে খাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার।


এই গ্রামেই আর্সেনিকের প্রভাবে মৃত্যু একাধিক বাসিন্দার। পরিস্থিতি সামাল দিতে বাম আমলে এই এলাকায় জলের পাইপ লাইন বসানো হয়। আর্সেনিক মুক্ত সেই জলই পান করতো স্থানীয় বাসিন্দারা।


কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠে দেখেন এলাকার একাধিক জায়গায় জলের পাইপ লাইন কাঁটা। পানীয় জল না পাওয়ায় প্রাথমিক স্কুলে মিড-ডে মিলের রান্নাও করা সম্ভব হয়নি। সেই কারণে দুপুরে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়।


ধপধপি অবৈতনিক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক তরুণ কুমার পাল জানিয়েছেন,আগামীকাল জলের ব্যবস্থা করা হয়েছে ৷ মিড-ডে মিলের রান্নাও হবে বলে জানান তিনি ৷ তবে স্থানীয় বাসিন্দা শ্রাবণী ঘোষ, কেশব হালদার এরা জানান প্রামানিক পাড়া, মণ্ডল পাড়া, নস্কর পাড়া সহ বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের সমস্যা ৷


এই বিষয়ে বারুইপুরের বিডিও সৌরভ মাঝির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন যে, বিষয়টি এখনও পর্যন্ত কেউ তাকে জানায় নি ৷ তিনি খোঁজ নিচ্ছেন বলে জানান ৷

Comments


bottom of page