এক টোটো চালকের টাকা উধাও হয়েছে রাষ্ট্রীয় ব্যাংক থেকে। টোটো চালকের নাম বিশ্বজিৎ চৌধুরী রতুয়ার রুকুন্দিপুরের বাসিন্দা, তিনি পেশায় টোটোচালক।
রবিবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে টোটো চালকের ফোনে মেসেজ আসে ব্যাংক থেকে ডেবিটেড ১০হাজার টাকা। তবে এই মেসেজ পেয়ে তৎক্ষণায় কাস্টমার কেয়ারে ফোন করেন, তবে তাদের কাছ থেকে কোনো সুরাহা পাননি।
সোমবার সকালেই বিশ্বজিৎ চৌধুরী হতাশ হয়ে ব্যাংকে ছোটেন। সেখানে তিনি জানতে পারেন তাঁর ওই টাকা অসমের কোনও এক সিএসপি থেকে আধার এনেবল পেমেন্ট সিস্টেম থেকে টাকা তোলা হয়েছে। তবে তিনি এই বিষয়টি কিছুই বুঝতে পারেনি বলেই জানা যাচ্ছে। রাষ্ট্রীয় ব্যাংকের রতুয়া শাখায় এই বিষয়ে অভিযোগ করেছেন।
এরপর রাষ্ট্রীয় ব্যাংকের রতুয়া শাখা থেকে সমস্যার সমাধানের জন্য মালদহের মূল শাখায় সমাধানের জন্য তাঁকে যোগাযোগ করতে বলা হয়।
ব্যাংক কর্তৃপক্ষ বলে তাকে পুলিশের সাথে যোগাযোগ করতে। এদিকে রতুয়া থানা জানায় ওনার এই বিষয় কোন কিছু করতে পারবেনা, তবে এই বিষয় নিয়ে সাইবার ক্রাইম অভিযোগ করলে একটু সুরাহা পাওয়া যাবে।
তবে এবার এই টোটোচলকের ১০হাজার টাকা ফেরত পাবে! নাকি শুধুই একবার ব্যাংক আর সাইবার ক্রাইম এ তাকে হানা দিতে হবে? অন্যদিকে ব্যাংক কর্তৃপক্ষ এই বিষয় কোন মন্তব্য করেননি।
Comments