top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

বাংলার জন্য কিছু করতে হবে, মাদ্রিদ যাওয়ার আগে মুখ্যমন্ত্রী; রাজ্যপাল কোনো 'টেনশন' দিতে চান না


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফর শুরু হবে ফুটবল বৈঠক দিয়ে। ১৪ই সেপ্টেম্বর, বৃহস্পতিবার মাদ্রিদে লা লিগার প্রেসিডেন্টের সাথে বৈঠকে বসছেন মমতা।


মমতার সঙ্গে ঐ বৈঠকে থাকার কথা অনেকের, উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। ১৪ সেপ্টেম্বর বৈঠকে থাকার জন্যই সৌরভ লন্ডন থেকে মাদ্রিদে আসবেন।


মুখ্যমন্ত্রী আজ সোমবার সাংবাদিক সংম্মেলনে জানিয়েছেন যে আগামীকাল উনি দুবাই যাচ্ছেন। সেখানে একদিন থেকে বুধবার মাদ্রিদের উদ্দেশ্যে রওনা দেবেন। পশ্চিমবঙ্গে বিনিয়োগ এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাতের পর বার্সেলোনা যাবেন।


২৩ সেপ্টেম্বর কলকাতা ফেরবার পথে তিনি আবার দুবাই হয়ে আসবেন।


সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর বিদেশযাত্রার সংবাদ প্রসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্তব্য করেন, 'উনি বিদেশ যাচ্ছেন, তাই ওনাকে এখন আর কোনো টেনশন দিতে চাইনা।

Comments


bottom of page