top of page

বিশ্বভারতীর রাস্তা ফেরত চাই, মুখ্যমন্ত্রীকে ফের এই নিয়ে চিঠি বিশ্বভারতীর উপাচার্যের


বিশ্বভারতী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শান্তিনিকেতন পোস্ট অফিস মোড় থেকে কালিসায়র পর্যন্ত রাস্তাটি বিশ্বভারতীকে ফেরত দেওয়ার আবেদন করলেন।


তবে তাৎপর্যপূর্ণ ভাবে, গত ২৬শে সেপ্টেম্বর সুবীর বন্দ্যোপাধ্যায় ও স্থানীয় বাসিন্দারা একসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি দিয়েছিলেন এই মর্মে যেন, এই রাস্তা কোনোভাবেই বিশ্বভারতীর হাতে না দেওয়া হয়।


উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী আবেদনে বললেন,পাশাপাশি পিডব্লিউডির হাতে শান্তিনিকেতন ক্যাম্পাসের মধ্যে যে রাস্তাগুলি রয়েছে সেই রাস্তাগুলি যেন বিশ্বভারতীর রক্ষণাবেক্ষণে থাকে। সেই রাস্তাগুলি দিয়ে কোনোভাবেই ভারী যানবাহন, বিশেষ করে চার চাকার গাড়ি যাতায়াত না করে, তা নিশ্চিত করতেই যেন রাস্তাগুলিকে যেন বিশ্বভারতীর হাতে তুলে দেওয়া হয়।


চিঠিতে এই আবেদনের কারণ হিসেবে উনি বলেছেন, যেহেতু বিশ্বভারতী এখন ইউনেস্কো হেরিটেজ সাইটের তালিকাভুক্ত, তাই এখানে যে সমস্ত ভবনগুলি রয়েছে বা স্থাপত্য গুলি রয়েছে সেগুলি যেন ধ্বংস না হয়ে যায়। রক্ষণাবেক্ষণের জন্যে তাই এই রাস্তা বিশ্বভারতীর প্রয়োজন।


এই মর্মেই পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিশ্বভারতীর নতুন করে রাস্তা ফিরে পাবার আবেদন।

Comments


bottom of page