top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

বিরাট কোহলি ও কেএল রাহুল পাকিস্তানী বোলারদের নিয়ে ছিনিমিনি খেললেন


ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপের স্থগিত হয়ে যাওয়া ম্যাচে ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি ও কেএল রাহুলের জোরদার খেলার কারণে পাকিস্তানের সামনে বড় রানের লক্ষ্য রাখলো ভারত।


সোমবারের ম্যাচে পাকিস্তানকে ধুয়ে দিলো ভারত। অনেকদিন পর ফিরে এসেই পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করলো লোকেশ রাহুল।


বিরাট কোহলিও সেঞ্চুরি করে পাকিস্তানকে বড় রানের লক্ষ্যের দিকে ঠেলে দিলেন। এই সুত্রে, আন্তর্জাতিক ম্যাচে বিরাট কোহলি ১,৩০০০ রান ছুঁয়েছেন।


বিরাট কোহলি - কেএল রাহুলের ২৩৩ রানের রেকর্ড পার্টনারশিপের ওপর ভিত্তি করে পাকিস্তানের বিরুদ্ধে ৩৫৬ রানে বিশাল স্কোর করল ভারতীয় ক্রিকেট দল। ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৫৬ করল ভারতীয় দল।


সময় যত বেড়েছে রান তত বাড়িয়েছেন বিরাট কোহলি ও কেএল রাহুল। কেএল-এর ইনিংস দেখে বোঝায় যায়নি যে সে দীর্ঘ দিন পর চোট সারিয়ে দলে ফিরেছে। বিরাট কোহলিও পাকিস্তান বোলারদের বিরুদ্ধে নিজের আধিপত্যা বজা রাখে। ১০০ বলে নিজের শতরান পূরণ করে রাহুল। তারপরই ৮৪ বলে পূরণ করেন নিজের শতরান। এটি বিরাট কোহলির ওডিআইতে ৪৭ তম শতরান।

পাকিস্তান এখন ব্যাট করছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, চার অভারেনিনা উইকেট খুইয়ে পাকিস্থান ১৭ রান করেছে।

コメント


bottom of page