top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

বিদ্যাসাগরের জন্মদিনে পাত্রসায়রের গ্রামে স্কুলের দাবিতে অভিভাবক এবং শিশু পড়ুয়াদের রাজ্য সড়ক অবরোধ


আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৯৭তম জন্মদিন। সেই জন্মদিনে রাস্তায় স্কুল করবার দাবিতে রাস্তায় নামলেন গ্রামের আবাল-বৃদ্ধ-বনিতা।


বাঁকুড়া পাত্রসায়ের থানার বালসি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের হাসিপুকুর গ্রামে প্রায় ৩০০ থেকে ৪০০ পরিবারের বসবাস। গ্রামে নেই একটি প্রাথমিক বিদ্যালয়।


বর্তমানে হাসিপুকুর গ্রামে শিশুর সংখ্যা প্রায় ২৫০ থেকে ৩০০ জন। গ্রামের এই শিশু পড়ুয়াদের প্রায় ২ কিলোমিটার পথ পায়ে হেঁটে বালসি পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয় যেতে হয়। পাত্রসায়র বিষ্ণুপুরের গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের উপর দিয়ে।


গ্রামবাসীদের দাবি এই রাজ্য সড়কের ওপর দিয়ে বাচ্চাদের যাওয়ার সময় একাধিকবার দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। প্রশাসনের কাছে বারবার দাবি জানানো হয়েছে গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় তৈরি করে দেওয়ার জন্য, প্রশাসন বিষয়টি নিয়ে কোন কর্ণপাত করেননি।


সেই দাবিতেই আজ মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর পাত্রসায়র-বিষ্ণুপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে গ্রামের শিশু থেকে শুরু করে অভিভাবকরা।


তাঁদের দাবি, অবিলম্বে গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় করে দিক সরকার। না হলে আগামী দিনে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।

Comments


bottom of page