top of page

মালদহে নদী ভাঙনে গৃহহারা বহু পরিবার, দ্রুত পুনর্বাসনের দাবি


ভারী বৃষ্টির জেরে ফের মালদহে ভয়াবহ অবস্থা। ভারী বৃষ্টিতে নদীর জল বাড়ে ফের ভয়াবহ ভাঙন গঙ্গায়ে। এবার ভাঙনের কবলে মালদহের মানিকচকের গোপালপুর পঞ্চায়েতের ঈশ্বরটোলা এলাকা।


ভারী বৃষ্টি চলছে কদিন ধরে। রবিবার বিকেলের পর থেকেই শুরু হয়েছে নদী ভাঙন।সোমবার থেকে সেই ভাঙন ভয়াবহ আকার নিয়েছে। ইতিমধ্যেই গঙ্গাগর্ভে তলিয়ে গিয়েছে কয়েকশো মিটার এলাকা।


আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে এলাকাবাসীরা। বাড়ি ঘর স্থানান্তর করেছেন শতাধিক পরিবার। গঙ্গা নদী এগিয়ে আসায় কাটা পড়ছে আমবাগান। কারও আমবাগান বা ফাঁকা জমিতে আশ্রয় নিচ্ছে বেশিরভাগ পরিবার।


উদ্বিগ্ন মানুষজন দিনভর ভাঙন আতঙ্কে নদীপাড়ে ভিড় জমিয়েছেন । স্থানীয়দের অভিযোগ,এখনও পর্যন্ত প্রশাসনিক ভাবে ভাঙন রোধের কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।


ভাঙনে ক্ষতিগ্রস্তরা তাঁদের জন্যে অবিলম্বে সরকারি উদ্যোগে কলোনী গড়ে পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

Comments


bottom of page