মুড়িগঙ্গা নদী চড়ায় আটকে আছে ভেসেল, আতঙ্কে রয়েছে যাত্রীরা।
- WTN বাংলা নিউজডেস্ক
- Sep 30, 2023
- 1 min read

আজ শনিবার বেলা আড়াইটে নাগাদ কাকদ্বীপের লট নম্বর ৮ জেটিঘাট থেকে যাত্রী নিয়ে সাগরের কচুবেড়িয়া জেটিঘাটে যাওয়ার সময় ভাটার জেরে মুড়িগঙ্গা নদীর চড়ায় আটকে যায় ভেসেলটি।
নিম্নচাপের ফলে মানুষের দুর্ঘটনা কারণ হয়ে দাঁড়িয়েছে। এই নিম্নচাপের কারণে,প্রবল বৃষ্টির মধ্যে মাঝ নদীতে ভেসেল আটকে যাওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
যদিও ভেসেলের চালক ও কর্মীরা জেটিঘাটে পরিবহন নিগমের আধিকারিকদের কাছে খবর পাঠালে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আটকে থাকা ভেসেলের যাত্রীদের উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে।
এর মধ্যে অনেক যাত্রী প্রাণের ঝুঁকি নিয়েও ভেসেল থেকে নেমে সাঁতরে নদী পেরোনোর চেষ্টা করছে সূত্রে খবর।
Comments