শিলিগুড়িতে পিকাপ চালকদের অবরোধ, টোটো ও ভুটভুটি গাড়ির বিরুদ্ধে রোষ
- WTN বাংলা নিউজডেস্ক
- Sep 20, 2023
- 1 min read
মাথাভাঙ্গা শিলিগুড়ি রাজ্য সড়কের গলাকাটা এলাকায় পথ অবরোধ পিকাপ চালকদের। টোটো ও ভুটভুটি গাড়িতে ওভারলোডিং এর বিরুদ্ধে।

গলাকাটা এলাকায় টোটো ও ভুটভুটির মতো তিনচাকা বিশিষ্ট গাড়ির চালকরা ওভারলোডিং নিয়ে মালপত্র বহন করে নিয়ে যায়। এরফলে পিকাপ ভ্যানের চালকরা ভাড়া পায় না বলে তাদের দাবি।
অথচ পিকাপ চালকরা সরকারি কর এবং আইন মেনে গাড়ি চালান। ওভারলোডিং এর বিরুদ্ধে প্রশাসনের কোনো হেলদোল নেই বলে দাবি তাদের। বুধবার বিক্ষোভে ফেটে পড়েন পিকাপ চালকরা।
খবর পেয়ে ছুটে আসে নয়ারহাট ক্যাম্পের পুলিশ। বেশ কিছুক্ষণ অবরোধ করার পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।
Comments