top of page

বিঘের পর বিঘে জমিতে পাট চাষ করে, ক্ষতির মুখে মহকুমার পাট চাষিরা

Writer: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN

কেউ দু বিঘা কেউ চার বিঘা করে জমিতে পাট চাষ করেছিল ঘাটাল মহকুমার ঘাটাল, দাসপুর ও চন্দ্রকোনার বহু পাট চাষি। আগের বছর পর্যন্ত পাটের দাম কুইন্টাল প্রতি ছিল ৫০০০ থেকে ৫৮০০ টাকা, কিন্তু এবছর পাটের দাম ৩০০০ থেকে ৩৬০০ টাকা, কুইন্টাল প্রতি আগের বছরের তুলনায় প্রায় অর্ধেক। যার ফলে ক্ষতির মুখে পাট চাষিরা।


চাষিরা জানাচ্ছে গত বছর পর্যন্ত প্রশাসন যেভাবে পলিথিন ব্যবহার বন্ধের প্রচার চালিয়েছে, তারা অনুমান করেছিল হয়তো পলিথিন ব্যবহার বন্ধ হবে। পলিথিন ব্যবহার বন্ধ হলে এই বছর পাটের বাজার চাহিদা ভালোই হবে। সাধারণভাবেই পাটের দাম বাড়বে, এই ভেবে আগের বছরের থেকে অনেক বেশি জমিতে পাট চাষ করেছিল চাষিরা। কিন্তু দেদার রমরমিয়ে চলছে পলিথিনের ব্যবহার। যার ফলে তলানিতে ঠেকেছে পাটের দাম।



এমনকি ঘর থেকে টাকা দিতে হচ্ছে মজুরদের, সংসার চালাতে হিমসিম খাচ্ছে পাট চাষিরা, পাটের বাজার মূল্য এমন হলে পাট চাষ বন্ধ করে দেবে তারা, এমনটাই জানাচ্ছে ঘাটাল মহাকুমার পাট চাষীরা।

コメント


bottom of page