নতুন দিল্লী এখন সুরক্ষার বর্মে মোড়া। নানান দেশের রাষ্ট্রনায়করা এখন দেশের রাজধানীতে। নিরাপত্তার কথা ভেবেই তাঁদের রাখা হয়েছে বিভিন্ন নতুন দিল্লীর পাঁচ-তাঁরা বা সাত-তারা হোটেলে। কিন্তু সর্ষের মধ্যেই ভূত থাকলে তাকে তাড়ানো ওঝার সাধ্য নয়। তেমনটাই ঘটল।
বৃহস্পতিবার সম্মেলনে যোগ দিতে আসেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। তাঁকে রাখা হয়েছিল আইটিসি মৌর্য্যে। অথচ, নিরাপত্তার বেড়াজাল ডিঙিয়ে আমেরিকার রাষ্ট্রপতির জন্যে নির্দিষ্ট গাড়ি পৌঁছে গেল তাজ হোটেলে। যেখানে আছেন সংযুক্ত আরব আমিরশাহির ক্রাউন প্রিন্স। নিরাপত্তা শৃঙ্খলে এমন গুরুতর ত্রুটির জন্যে শোরগোল শুরু হয়ে যায় নিরাপত্তারক্ষীদের মধ্যে। আটক করা হয় ওই গাড়ির চালককে।
আমেরিকার প্রেসিডেন্ট রবিবার সকালেই ভিয়েতনাম রওনা হওয়ার সূচনা ছিল নিরাপত্তারক্ষীদের কাছে। অথচ তাঁর গাড়ি এবং কনভয় সকাল ৯.৩০ মিনিটে আইটিসি মৌর্য্যে রিপোর্ট করবার বদলে পৌঁছে যায় হোটেল তাজ-এ। সেখানে অতিথি ছিলেন মহম্মদ বিন জায়েদ আল নাহইয়ান, অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহির ক্রাউন প্রিন্স।
আটক করা চালককে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সকাল সাড়ে ন'টায় বাইডেনের হোটেলে যাওয়ার কথা ছিল তার। হাতে বেশ কিছুক্ষণ সময় থাকায় তিনি অন্য এক যাত্রীকে গাড়িতে তোলেন। ওই যাত্রী সকাল ৮টার মধ্যে হোটেল তাজ-এ পৌঁছাতে চেয়েছিলেন। সেই মতোই যাত্রীকে নিয়ে তাজ হোটেলে যান ওই চালক। এও জানা গেছে যে গাড়ির যাত্রী এক ব্যবসায়ীর অনুরোধেই গাড়িচালক এই কাণ্ডটি ঘটান।
‘বড়ে বড়ে দেশোঁমে অ্যায়সে ছোটি ছোটি গলতি হো যাতা হ্যাঁয়।’ কথাটি কার বলা তা আশা করি মনে করিয়ে দিতে হবে না।
Comments