top of page
Writer's pictureJaita Chowdhury, WTN

শুক্রবার রাতেই প্রধানমন্ত্রীর সঙ্গে বাইডেনের দ্বিপাক্ষিক পার্শ্ববৈঠক



জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্লি পৌঁছলেন আমেরিকার প্রেসিডেন্ট জে বাইডেন। আজ সন্ধ্যা ৭টা নাগাদ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রেসিডেন্টের ব্যক্তিগত বিমান ‘এয়ারফোর্স ওয়ান’। তাঁকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত  বিমান পরিবহণমন্ত্রী জেনারেল ভিকে সিংহ।


উল্লেখ্য, কাল শনিবার নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে শুভরম্ভ হবে জি২০ শীর্ষ সম্মেলনের। তার আগে আজকে রাতেই মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক পার্শ্ববৈঠক করবেন আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন। প্রধানমন্ত্রীর বাড়িতেই আজ নৈশভোজ সারলেন আমেরিকার প্রেসিডেন্ট।


সূত্রের খবর, আগামী দু’দিন দিল্লির আইটিসি মৌর্য শেরাটনে বিশেষ প্রেসিডেন্সিয়াল স্যুটে থাকবেন বাইডেন। তাঁর প্রতিনিধি দলের জন্য এই হোটেলের প্রায় ৪০০টি ঘর ভাড়া নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Comments


bottom of page