ভারতীয় ছাত্রীর মৃত্যু নিয়ে কৌতুক আমেরিকার পুলিশের। আধিকারিককে ঠাট্টা করতে দেখা গেলো ভাইরাল ভিডিওতে।
গত জানুয়ারি মাসে আমেরিকার সিয়াটেলে পুলিশের গাড়ির ধাক্কাতে জাহ্নবী কান্দুলা নামে এক ২৩ বছরের ভারতীয় ছাত্রীর মৃত্যু হয়। মাস্টার্স ডিগ্রি পেতে আমেরিকার নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন সেই ছাত্রী।
রাস্তা পার করতে গিয়েই গাড়ির ধাক্কায় ছিটকে মারা যায় জাহ্নবী। যে গাড়িটি তাকে ধাক্কা মারে সেটি চালাচ্ছিলো একজন মার্কিন পুলিশকর্মী। সেই পুলিশকর্মীর নাম কেভিন ডেভ।
গাড়ি চালানোর সময় তিনি নেশাগ্রস্ত ছিলেন কি না, তা নিয়ে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছিলো সিয়াটেল পুলিশ অফিসার্স গিল্ডের ভাইস প্রেসিডেন্ট ড্যানিয়েল অ্যাডরারকে।
পরে ড্যানিয়েল সেই ঘটনা নিয়েই সভাপতির সঙ্গে ফোনে কথা বলে এবং টাই বডিক্যামে তা রেকর্ড করে। সেই ভিডিও ভাইরাল হওয়াতেই বিতর্কের ঝড়ের সূচনা।
এদিকে ভিডিও ও কথোপকথন নিয়ে বিতর্ক শুরু হতেই ড্যানিয়েল বলে তিনি জাহ্নবীর মৃত্যু নিয়ে ঠাট্টা করতে চাননি। তার দাবি সরকারি আইনজীবিদের নিয়ে ঠাট্টার উদ্দেশ্য করেই তিনি কথা গুলো বলেছিলেন।
コメント