ধরুন আপনার ব্যাঙ্কে টাকা ফুরিয়ে গেছে, বা পর্যাপ্ত পরিমানের টাকা নেই। এদিকে চোখের সামনে একটি জ্বলজ্যান্ত বিল এসেবসে রয়েছে পেমেন্টের অপেক্ষায়। কী করবেন? টাকা চাইতে বেরোবেন? একদম না। এখন থেকে ইউপিএই বা ইন্টিগ্রেটেড পেমেন্টসিস্টেম ব্যবহার করে ব্যাঙ্কে টাকা না থাকলেও আনি পেমেন্ট করতে পারবেন। পরে সেই টাকা আপনাকে শোধ করতে হবে। নতুননিয়ম চালু করেছে আরবিআই। শুধু পেমেন্ট করার আগে দেখে নিতে হবে আপনার ইউপিএই লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টেআগাম ক্রেডিট লাইন রয়েছে কিনা।
আগাম ক্রেডিট লাইন কী? ব্যাঙ্কের তরফে আপনার জন্য একটি আগাম টাকার অঙ্ক অনুমোদন করা হবে। এটা অনেকটাক্রেডিট কার্ডের মত। পার্থক্য একটাই। এই টাকা ব্যবহার করবেন ইউপিআইতে। পরে আপনাকে এই টাকা শোধ করতে হবে।ইতিমধ্যেই বেশ কিছু প্রাইভেট ব্যাঙ্ক এই পরিষেবা চালু করেছে।
আপনার ক্রেডিট লাইন বা আগাম টাকার অঙ্ক কী করে ঠিক করে টাই আপনার হাতে। আপনার প্যান কার্ড ব্যবহার করেআপনার ক্রেডিট স্কোর বা সিবিল স্কোর চেক করবে ব্যাঙ্ক। সেই স্কোর বলে দেবে আপনি কতটা আগাম পেতে পারেন, বা ব্যাঙ্ককতটা অঙ্ক আপনার আগাম ক্রেডিট লাইনে অনুমোদন করবে।
ভালো সিবিল স্কোর থাকলেই ভালো ক্রেডিট লাইন অনুমোদন পাওয়ার সম্ভাবনা থাকে। ব্যাঙ্ক কর্তারা বলেন, সিবিল স্কোর৭০০-র বেশী থাকলে ক্রেডিট লিমিটেড অনুমোদন পাওয়া সহজ হয়।
রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, যদি আপনার ক্রেডিট লাইন ব্যাঙ্ক অনুমোদন করে দেয়, তাহলে এবার থেকে ব্যাঙ্কে টাকা নাথাকলেও আপনি ইউপিআই ব্যাবহার করে খরচ করতে পারবেন। তবে হ্যাঁ, সেই টাকা পরে অবশ্যই আপনাকে শোধ করতে হবে।
Comentarios