top of page
Writer's pictureRuchika Mukherjee, WTN

ফের অশান্তি মনিপুরে, গোষ্ঠীহিংসায় ধৃত পাঁচ জনের মুক্তির দাবি মেইতেইদের


গোষ্ঠী হিংসার ঘটনায় ধৃত পাঁচ জনের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে মামলা করেছিল মনিপুর পুলিশ। এই ঘটনার জেরে আবার অশান্তি মনিপুরে।


ধৃতদের মুক্তি এবং ইউএপিএ প্রত্যাহারের দাবিতে বন্‌ধের জেরে কার্যত বন্ধ হয়ে গেল মণিপুরের রাজধানী ইম্ফল এবং আশেপাশের বিভিন্ন এলাকা। দিনভর দফায় দফায় সংঘর্ষ হল বন্‌ধ সমর্থক এবং পুলিশের।


পুলিশ সূত্রের জানা যায় , ধৃত পাঁচ জনের বিরুদ্ধে সেনার পোশাক পরে হামলা চালানো, অগ্নিসংযোগ-সহ নানা অভিযোগ রয়েছে। মৈরামথেং আনন্দ সিংহ নামে আর এক ধৃতের বিরুদ্ধে কাংলেইপাক কমিউনিস্ট পার্টি নামে গোষ্ঠীর যোগাযোগের অভিযোগ রয়েছে। মৈরামথেংকে আগেও জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।


মেইতেইদের কয়েকটি সংগঠনের অভিযোগ, ধৃত পাঁচ জন নির্দোষ।তাঁদের গ্রেফতার করা হয়েছে মিথ্যে অভিযোগে।মেইতেইদের মহিলা গোষ্ঠী মেইরা পেইবি এবং পাঁচটি স্থানীয় সংগঠন মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে ৪৮ ঘণ্টার বন্‌ধের ডাক দিয়েছিল।


অল লাংথাবল কেন্দ্র ইউনাইটেড ক্লাব কো-অর্ডিনেটিং কমিটির সভাপতি ইয়ুমনাম হিটলার বলেন, “যে পাঁচ যুবককে গ্রেফতার করা হয়েছে, তাঁরা গ্রামের স্বেচ্ছাসেবী।কুকি জোদের হামলার হাত থেকে গ্রামবাসীদের বাঁচাতে তাঁরা রক্ষকের কাজ করেন। আমরা তাঁদের মুক্তি চাইছি।”

Kommentare


bottom of page