top of page

বঙ্গভঙ্গ সহমত না হলেও 'হার্ড হিন্দুত্বে' অনড় শুভেন্দুর 'মন কি বাতে' ধর্মের সুক্ষ্ম শর্ত!


শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী

উন্নয়ন, ভাষা, সম্প্রদায়ের দাবিতে বাংলা-ভাগ চায় রাজ্য বিজেপি। তবে ধর্মের ভিত্তিতে অবস্থান কী? অখণ্ড বাংলার প্রস্তাবে বিধানসভায় মমতা-শুভেন্দু একসুর হলেও মুসলিমদের নিয়ে দ্বিমত বিজেপির। হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ, মনে করে বিজেপি।এই বক্তব্যে সহমত শাসক তৃণমূল?


বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবে মমতা-শুভেন্দু একমত হলেও শুভেন্দু কি 'হার্ড হিন্দুত্বের লাইন' থেকে সরছেন? কারণ বাংলা ভাগের ইস্যুতেই জড়িয়ে রয়েছে বিজেপির হিন্দুত্বের লাইন। যে কারণে বহুবার বাংলাভাগের দাবিতে বিক্ষিপ্তভাবে সরব হয়েছেন বিজেপি নেতারা।


বিজেপি মনে করে, তৃণমূলের ভোটব্যাঙ্কে রয়েছে 'অনুপ্রবেশকারী-রোহিঙ্গারা'। তাই বাংলায় হিন্দুত্বের লাইনেই চলতে চায় শুভেন্দু-অর্জুন-তথাগতরা


কিন্তু বাংলাভাগ চায় না শুভেন্দু! যদিও বিজেপির একাধিক নেতা মনে করেন, বাংলায় কিছু অংশে সংখ্যালঘুদের জনবিস্ফোরণে বাংলার জনবিন্যাস পাল্টে যাচ্ছে, তাই বাংলা ভাগের দাবি করেছেন প্রকাশ্যেই।


যেদিন বিধানসভায় অখণ্ড বাংলার পক্ষে পাশ হচ্ছে প্রস্তাব সেদিনই সেই আলোচনাতেই বিজেপি বিধায়কদের মুখে শোনা গেল হিন্দুত্বের স্লোগান! বিধানসভায় দীপক বর্মণের বক্তব্য,'হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ'


বিধানসভায় শুভেন্দু অধিকারির বক্তব্য,'শ্যামাপ্রসাদ মুখার্জি একমত হননি। দেশ দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভাগ হয়'


অর্থাৎ একদিকে অখণ্ড বাংলার প্রস্তাবে সহমত অন্যদিকে, হিন্দুত্বের লাইন অটুট রাখতে মুসলিম বিরোধিতা বজায় রাখছেন বিরোধী দলনেতা! সেই কারণে এদিন পশ্চিমবঙ্গ বিধানসভায় উঠল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম। যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে

বাংলার জন্মদাতা বলে মনে করে বিজেপি। এই প্রসঙ্গে বলে রাখা দরকার, ১৯৪৭ সালে ২ মে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লর্ড মাউন্টব্যাটেনকে একটি দীর্ঘ চিঠিতে লিখে জানিয়েছিলেন,তিনি পাকিস্তান প্রস্তাবের কট্টর বিরোধী ও অখণ্ড ভারতের পক্ষে। যদি মুসলিম লিগের দাবির কাছে নতিস্বীকার করে ইসলামিক রাষ্ট্র পাকিস্তান গঠন করা হয়, তাহলে গোটা বাংলাকেই পাকিস্তানের হাতে তুলে দেওয়ার পরিবর্তে হিন্দুপ্রধান পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করতে হবে। পশ্চিমবঙ্গ গঠনে সেসময় শ্যামাপ্রসাদ মুখার্জির পাশে দাঁড়িয়েছিলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ, বিধানচন্দ্র রায়, ভাষাবিদ ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়, বিজ্ঞানী ডঃ মেঘনাদ সাহা, ডঃ রমেশচন্দ্র মজুমদার, নেতাজি সহযোগী ও

কৃষক নেতা হেমন্ত সরকাররা।


শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সেই পশ্চিমবঙ্গ প্রস্তাবে ১৯৪৭ সালের ২০শে জুন পশ্চিমবঙ্গ আইনসভার সদস্যরা ৫৮-২১ ভোটে জেতেন। সেসময় বাংলা পাকিস্তানে না গেলেও এতদিন পর ফের পশ্চিমবঙ্গে মুসলিমদের জনবিস্ফোরণে সিঁদুরে মেঘ দেখছে শুভেন্দুরা? তাই বাংলা ভাগের পক্ষে বিজেপি প্রথম থেকে না হলেও বাংলার জনবিন্যাস পাল্টে যাওয়ার আশঙ্কায় 'হার্ড হিন্দুত্বের লাইনেই' অনড় শুভেন্দু!


Comments


bottom of page