top of page

প্রধানমন্ত্রীকে লেখা সনিয়ার চিঠির পাল্টা জবাব, ভাগ্য নিয়ে পরিহাস কেন্দ্রীয় মন্ত্রীর

সোনিয়া গান্ধীকে উদ্দেশ্য করে পাল্টা জবাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী। সোনিয়া গান্ধীর লেখা চিঠির জবাবে তিনি সোনিয়া গান্ধীর ভাগ্য নিয়ে পরিহাস করেন। চিঠিতে তিনি সোনিয়া তথা কংগ্রেসের বিরুদ্ধে সংসদীয় কার্যক্রমের, গণতন্ত্রের মন্দিরের রাজনীতি করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন।


চিঠিতে প্রকাশিত এই প্রসঙ্গে ভারতের সংসদীয় বিষয়ক মন্ত্রীর বক্তব্য, কোনো বিতর্কের অবকাশ না থাকা সত্ত্বেও, অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করার চেষ্টা করেছে বিরোধীরা। সোনিয়াকে মন্তব্য করে প্রহ্লাদ জোশী আরও জানিয়েছেন, সংসদীয় রীতিনীতি সম্ভবত সোনিয়া গান্ধীর জানা নেই।



চিঠিতে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, “আপনি জানেন সাংবিধানের ৮৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নিয়মিত সংসদের অধিবেশন হয়। সময়ে সময়ে সংসদের প্রতিটি কক্ষে তাঁর উপযুক্ত সময়ে এবং স্থানে বক্তব্য রাখেন রাষ্ট্রপতি। নিয়ম অনুযায়ী, দুটি অধিবেশনের মধ্যে ছয় মাসের বেশি ব্যবধান রাখা যায় না। আমাদের সরকার সর্বদা যে কোনও বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। আপনি যে সমস্ত বিষয়ের উল্লেখ করেছেন, সদ্য সমাপ্ত বদল অধিবেশনে অনস্থা প্রস্তাবের উপর আলোচনার সময় সেগুলি তোলা হয়েছিল। সরকার সেগুলির জবাবও দিয়েছে। অধিবেশনের আলোচ্যসূচি, রীতি মেনে উপযুক্ত সময়ে প্রকাশ করা হবে। সংসদের মর্যাদা বজায় রাখবে।"


বিনা অশান্তিতে সংসদের বিশেষ অধিবেশন পরিচালনার জন্য সোনিয়া গান্ধী এবং বিরোধী নেতা-নেত্রীদের পূর্ণ সহযোগিতাও চেয়েছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী।


রুচিকা মুখার্জি


Comments


bottom of page