top of page

চা শিল্পের শ্রমিকদের পুজোর বোনাস নিয়ে অনিশ্চয়তা

Writer: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN

উত্তরবঙ্গের চা শিল্পের শ্রমিকদের পুজোর বোনাস নিয়ে র‍য়েছে অনিশ্চয়তা। গত বছরের মতো এবারেও চা শিল্প শ্রমিকদের ২০ শতাংশ হারে পুজোর বোনাস দেওয়া হবে বলেই ত্রিপাক্ষিক বৈঠকে স্থির করা হয়।

সেই বোনাস নিয়ে আজ শিলিগুড়ির কাছে বাগডোগরার ব্যাঙডুবির তরাই ব্রাঞ্চ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের ভার্চুয়াল বৈঠক হয়।‌‌ বৈঠকে তৃণমূল-যৌথ মঞ্চ জয়েন্ট ফোরাম-বিজেপি শ্রমিক ইউনিয়ন ও মালিকপক্ষ উপস্থিত ছিলেন।‌‌


বেঁকে বসেছে ইন্ডিয়ান টি প্লান্টার্স আসোসিয়েশন। তাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, চা-বাগানের মালিকদের পক্ষে এই ২০ শতাংশ পুজোর বোনাস এই বছর দেওয়া সম্ভব নয়। কারণ এখন চা শিল্পে সংকট চলছে। তাদের তরফ থেকে জানানো হয়, ৮.৩% বোনাস দেওয়া হবে।


তবে ২০% হারে বোনাসের কম বোনাস নিতে রাজি নয় তৃণমূল জয়েন্ট ফোরাম ও বিজেপি শ্রমিক ইউনিয়ন। চা-বাগান কর্মী সংগঠনের নেতা গৌতম ঘোষও জানিয়ে দিয়েছেন বোনাস বৃদ্ধির দাবি আলাদা করে এই বছর তোলা হয়নি। কিন্তু গত বছরের মতোই ২০ শতাংশ হারে বোনাস দিতে হবে শ্রমিকদের।


শ্রমিকদের স্বার্থে আন্দোলনে নামার হুঁশিয়ারি তিন শ্রমিক ইউনিয়নের।


চা-বাগানের মালিক এবং শ্রমিক সংগঠনের এই সংঘাতের কারণে পুজোর আগে উত্তরের চা শিল্প শ্রমিকদের বোনাস নিয়ে জটিলতা রয়েই গেলো।

Commentaires


bottom of page