ধুপগুড়ির ২৬০টা বুথেই শান্তিপূর্ণভাবে শুরু হয়ে গেছে ভোট গ্রহণ। সকাল থেকেই দেখা গেছে ভোটের লাইন। আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য বিভিন্ন ভোটকেন্দ্রে লাগানো হয়েছে ক্যামেরা। তাছাড়াও, ৭২ টি স্পর্শকাতর বুথে চারজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিযুক্ত রয়েছে। রাজ্য পুলিশের মোট ৭৫৭ জন ধুপগুড়ির সব ভোটকেন্দ্রে মোতায়েন।
এবারের বিজেপি প্রার্থী হলেন পুলওয়ামা কান্ডে এহীদ জাওয়ানের স্ত্রী তাপসী রায়। তিনি ইতোমধ্যেই তুফানগঞ্জের ২৫২ নম্বর বুথে নিজের ভোট দিয়েছেন। এবং তাঁর এলাকায় ২৪৬ এবং ২৪৭ নম্বর বুথে কর্মরত রাজ্য পুলিশের বিরুদ্ধে তিনি এই অভিযোগও এনেছেন যে তারা লাইনে দাঁড়ানো ভোটারদের ভোটার আইডি কার্ড পরখ করে দেখছেন এবং যেটি রাজ্য পুলিশের অনুমতির আওতার বাইরে।
এই অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মী অস্বীকার করেন। তিনি জানাচ্ছেন, "আমি কার্ড চেক করিনি কাগজ চেক করছিলাম এটা নিশ্চিত করতে যে ৪৬ এর ভোটার ৪৭ এ যেন না চলে আসেন।"
অন্যদিকে, ১৫০ নম্বর বুথে যথেষ্ট শান্তিপূর্ণভাবে ভোটপর্ব চলছে কেন্দ্রীয় সেনাবাহিনীর নজরদারিতে। তবে ১৮২ নম্বর বুথে ইভিএম মেশিন নষ্ট হয়ে যাওয়ায় ভোটাররা এক এক ঘন্টার বেশি সময় ধরে অপেক্ষা করছেন। সেখানে শৃঙ্খলা হারানোর কোনো স্ংবাদ এখনও নেই।
ধুপগুড়ি অঞ্চলের স্পর্শকাতর এলাকা ডাকবাংলোতেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে । এছাড়াও জঙ্গল সংলগ্ন এলাকা গুলিতে বন্যপ্রাণী থেকে সুরক্ষা ব্যবস্থাও সুনিশ্চিত করা হয়েছে।
গত তিনবারের ভোটের ইতিহাসে দেখা গেছে তিনবার তিন দল জয়ী হয়েছে সুতরাং দলবদল,জোট এবং মানুষের উচ্ছ্বাস একটি অপ্রত্যাশিত পরিস্থিতির জন্ম দিয়েছে।
Comments