জি-২০'র বৈঠকে যোগ দিতে শনিবার দিল্লিতে একত্রিত হয়েছিলেন ভারত সহ ১৯টি দেশের রাষ্ট্রনেতারা। আলাপচারিতার সময় একে অপরকে সৌজন্য বিনিময় এবং হাত মিলিয়ে ঐক্যের বার্তা দিয়েছেন তাঁরা। তাঁদের আলিঙ্গনে ছিল সম্প্রীতির ছোঁয়া। এরই মাঝে নজর কেড়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক। তাঁর ডাউন টু আর্থ আচরণে মুগ্ধ সকলে।
রবিবার সম্মেলনের শেষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম নিজের বাসভবনে নৈশভোজের আয়োজন করেছিলেন। উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। এরই মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপ করতে দেখা গেল ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনককে।
শেখ হাসিনার সঙ্গে কথা বলতে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়েন সুনক। ব্রিটেনের প্রধানমন্ত্রীর সৌজন্য দেখে তাঁকে সাধুবাদ জানিয়েছে গোটা নেট মহল। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সুনক-হাসিনার সেই ছবি। নেটিজেনদের মতে, বয়সে বড় মানুষদের কীভাবে সন্মান দিতে হয় তা শেখা উচিত সুনকের থেকে।
উল্লেখ্য, জি-২০'র সম্মেলনে নিজেকে ‘গর্বিত হিন্দু’ বলে দাবি করেন ঋষি সুনক। ব্রিটেনে জন্মাষ্টমী পালন না করতে পারার আক্ষেপও জানান তিনি। একই সঙ্গে ব্যক্ত করেন মন্দিরে যাওয়ার ইচ্ছে।
সম্মেলনের দ্বিতীয় দিনে, সস্ত্রীক দিল্লির অক্ষরধাম মন্দিরে যান ঋষি সুনক। চিরাচরিত প্রথা মেনে খালি পায়ে মন্দির ঘুরে দেখেন সুনক। স্ত্রী অক্ষতা মূর্তিকে পাশে নিয়ে আরতিও করেন সুনক।
Comments