প্রতিনিধিত্বমূলক ছবি
কথা হয়েছিল নতুন এবং পুরানো দুই বাজার কমিটি ভেঙে, তৈরি হবে একটি বাজার কমিটি। কিন্তু সেই কথামতো কমিটি না তৈরি হওয়ায় রবিবার পুরানো বাজার কমিটির কর্মকর্তাদের মারধর করার অভিযোগ উঠল নতুন বাজার কমিটির কর্মকর্তাদের উপর।
স্থানীয় বিধায়ক ও টাকি টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি ইলেকশনের মধ্যে দিয়ে দুটি বাজার কমিটি ভেঙে একটি বাজার কমিটি তৈরি করার প্রতিশ্রুতি দেন। কিন্তু সেই প্রতিশ্রুতির পর বহুদিন কেটে গেলেও মাঝেমধ্যেই পুরানো এবং নতুন কমিটির লোকদের মধ্যে গন্ডগোল ঝামেলা লেগেই থাকতো।
শুক্রবারে সন্ধ্যায় পুরনো কমিটির কর্মকর্তাদের দাবি,নতুন কমিটির লোকেরা তাদের বেধড়ক মারধর করে। এমনকি বেশ কয়েকটি দোকান ভাঙচুরও করে তারা।
এই হিংস্র আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদের জন্য শনিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ হাসনাবাদ টাকি রোডের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান পুরানো বাজার কমিটির সদস্যেরা। তাঁরা দাবি করেন, নতুন কমিটির যে কর্মকর্তা ও সদস্যরা পুরানো কমিটির লোকেদের ওপর হাত তুলেছে এবং দোকান ভাঙচুর করেছে তাদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তি দিতে হবে।।
এই ঘটনা ঘটার পর টাকি পৌরসভার চেয়ারম্যান ফারুক গাজী প্রতিশ্রুতি দেন যে এই সমস্যার সমাধান তিনি শীঘ্রই করবেন। তার প্রতিশ্রুতির পরে অবরোধ তুলে নেয় পুরাতন কমিটির কর্মকর্তারা।
Comments