top of page
Writer's pictureJaita Chowdhury, WTN

'লগ্নি করুন বাংলায়', বার্সেলোনার শিল্প সম্মেলনে আবেদন মমতার




মাদ্রিদ হয়ে বার্সেলোনা। স্পেনের বণিকমহলে মহলে বাংলায় শিল্পের উর্বর মাটির কথা আবারও তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ভারতকে নেতৃত্ব দিচ্ছে বাংলা। মুখ্যমন্ত্রীর কথায়, " উন্নয়নের দিক থেকে বাংলা এখন ভারতের এক নম্বর রাজ্য। আমরাই নেতৃত্ব দিচ্ছি গোটা দেশকে। বাংলা গেম চেঞ্জার। তই লগ্নি করুন বাংলায়। কোন সমস্যা হবে না। শিল্পের জন্য জমি থেকে উন্নত যোগাযোগ, সুলভ ও প্রশিক্ষিত শ্রমিক, সরকারি সাহায্য- সবটা পাবেন বাংলায়। "


মঙ্গলবার ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরের সপ্তম দিন। মাদ্রিদের চার দিন থাকার পর গত রবিবার বার্সেলোনা পৌঁছালেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার এল প্যালেস হোটেলের গ্র্যান্ড ভিয়া হলে বসেছিল শিল্প সম্মেলন। এখানেও মাদ্রিদের মতনই কর্মসূচি সঞ্চালনার দায়িত্বে ছিলেন মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। এদিন বক্তাদের তালিকায় ছিলেন, ভারতীয় রাষ্ট্রদূত দিনেশ পট্টনায়েক। এছাড়াও ছিলেন টিটাগর ও আগের লিমিটেড বাইস চেয়ারম্যান উমেশ চৌধুরী, অম্বুজা রিয়ালিটি চেয়ারম্যান হর্ষ নেওটিয়া, ফেনীশিয়া লিমিটেডের চেয়ারম্যান রমেশ জুনেজা, রিলায়েন্স ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট তরুণ ঝুনঝুনওয়ালা প্রমূখ। এদিন প্রত্যেকে তাদের বক্তৃতায় বাংলায় বিনিয়োগের সুবিধার দিকটি তুলে ধরেন।


শিল্পপতি উমেশ চৌধুরীর বক্তব্য, " আমাদের সংস্থা ইউরোপের বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করছে। আমাদের আজ এতটা 'বড়' হওয়া-

এই শুরুটা বাংলায়। বাংলায় বিনিয়োগের যথার্থ পরিবেশ রয়েছে। তাই সমৃদ্ধির দিকে এগোচ্ছে রাজ্য।"


প্রবাসী শিল্পপতি কমল মিত্তল জানান, পশ্চিমবঙ্গের অর্থনৈতিক বৃদ্ধিতে মুখ্যমন্ত্রীর ভূমিকা উল্লেখযোগ্য। মমতা ব্যানার্জি নেতৃত্বে বাংলা গত ১০ বছরে ইতিবাচক বদরের পথে এগিয়েছে সে কথা উল্লেখ করে স্পেনের রাষ্ট্র দীনেশ পট্টনায়ক বলেন," মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় অনেক পরিবর্তন এসেছে। ১০ বছরে প্রায় বদলে গিয়েছে বাংলা। "


বাংলার ভৌগলিক অবস্থানের অবস্থানের সুবিধার কথা উল্লেখ করে দীনেশ পট্টনায়ক আরো বলেন," ১১ কোটি মানুষের বাস বাংলায়। আবার বাংলায় কয়েক কোটি মানুষের বেশ কয়েকটি রাজ্যের প্রবেশপথ।"

ความคิดเห็น


bottom of page