top of page

আড়াই বছরের শিশুকে টার্মিনাসে ধর্ষণ, গ্রেফতার গাড়িচালক

Writer: Jaita Chowdhury, WTNJaita Chowdhury, WTN

ফের অভিযোগ উঠল যৌন অত্যাচারের। আড়াই বছরের শিশু কন্যাকে তুলে নিয়ে গিয়ে যৌন অত্যাচারের অভিযোগ উঠল শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ঘোষপুকুর মৌলানির জোট টার্মিনাসে। মঙ্গলবার, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পাওয়া যায় ছোট্ট শিশুটিকে। আশঙ্কা জনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ভর্তি করানো হয় তাঁকে। এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত গোটা এলাকা।


স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার বিশ্বকর্মা পূজা উপলক্ষে এলাকার দোকানগুলি খোলা ছিল রাত পর্যন্ত। দোকানদার থেকে ট্রাক চালুক সবাই মেতে ছিলেন পুজোর আনন্দে। রাত খানিকটা বাড়লে ভিড় পাতলা হতে শুরু করে ট্রাক টার্মিনাসের। ওই টার্মিনাসের ঠিক পিছনেই থাকেন এক ঘর শ্রমিক পরিবার। স্বামী স্ত্রী দুজনেই দিন মজুরের কাজ করেন। আর ছেলে এবং এক মেয়ে নিয়ে তাদের সুখের সংসার।


সূত্রের খবর, সোমবার দুই ভাই বোনকে পাশের মন্দিরে চাতালে ঘুম পাড়িয়ে রেখেছিলেন মা। অভিযোগ, রাতের অন্ধকারে তুই আড়াই বছর শিশুকন্যাকে তুলে নিয়ে যায় ধৃত গাড়ি চালক। এরপর টার্মিনাসের গ্যাস ট্যাঙ্কারের পেছনে নিয়ে গিয়ে অত্যাচার চালায় শিশুটির উপর। তারপর তাঁকে সেখানেই ফেলে চলে যায় গাড়ি চালক।


শিশুটির বাবা-মা খোঁজাখুঁজির পর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে। চিৎকার শুনে জড়ো হয় এলাকাবাসী। তড়িঘড়ি শিশুটিকে ভর্তি করানো হয় ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে। পরে তাকে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে।


ইতিমধ্যে, এই ঘটনায় ধৃত সুবল মন্ডল, ট্যাঙ্কার চালককে গ্রেফতার করেছে পুলিশ।তার বাড়ি বর্ধমানে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে এদিন জড়ো হন স্থানীয় বাসিন্দারা। পুলিশ সূত্রে খবর, রিতের বিরুদ্ধে পক্স আইনে মামলার অজু হয়েছে। মঙ্গলবার শিলিগুড়ি মহাকুমা আদালতে পেশ করা হবে তাঁকে।

Comments


bottom of page