প্রতিনিধিত্বমূলক ছবি
বৃহস্পতিবার সন্ধ্যায় বাঁকুড়ার বাঁকাদহ রেঞ্জের আস্তাশোল এলাকায় বুনো হাতির আক্রমণ। দুই পুলিশ কর্মী এবং একজন সিভিক ভলেন্টিয়ার আহত হন l তাদের মধ্যে এক কনস্টেবল এবং একজন এনভিএফ কর্মীকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে l সামান্য চোট লাগায় সিভিক ভলেন্টিয়ারের স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়েছে l ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায় l
বনদপ্তর ও স্থানীয় সূত্রে জানাযায়, এদিন সন্ধ্যায় বাকাদহ রেঞ্জের আস্তাশোলে ঘাটি গেড়ে থাকা প্রায় ৪০ টি বুনো হাতির একটি দলকে বিষ্ণুপুরের দিকে বনকর্মীরা নিয়ে যাচ্ছিলেন l ওই সময় হাতি দেখার জন্য আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে প্রচুর মানুষ জড়ো হন l তাদেরকে ঠেকানোর জন্য বাঁকাদহ ফাঁড়ি থেকে পুলিশ কর্মীরা সেখানে যান l গ্রামবাসীরা যাতে জঙ্গলে ঢুকতে না পারে সেজন্য তারা ব্যারিকেট করেছিলেন l
এমন সময় জঙ্গল থেকে একটি মারকুটে হাতি বেরিয়ে এসে পুলিশ কর্মীদের উপর হামলা চালায় l হাতির শুঁড়ের আঘাতে কনস্টেবল পঞ্চানন মুরমু, এনভিএফ কর্মী দীপক লোহার এবং খোকন হেমব্রম নামে এক সিভিক ভলেন্টিয়ার জঙ্গলের মধ্যে নালায় পড়ে যান l তাতে তাঁরা জখম হন।
আঘাত বেশি হওয়ায় পঞ্চানন এবং দীপক বাবুকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয় । প্রাথমিক চিকিৎসার পর ওই দুই পুলিশ কর্মী বাড়ি চলে যান। বাড়িতে বসেই তারা পরবর্তী চিকিৎসা করাবেন । খোকন বাবুকে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়।
Comments