ডিটার্জেন্ট পাউডারের জল ফেলা কেন্দ্র করে দুই পরিবারের হাতাহাতি,আহত ৫
- Jaita Chowdhury, WTN
- Sep 21, 2023
- 1 min read

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ১ নং ভবানীপুর অঞ্চলের চকরাজপুত গ্রামে ডিটার্জেন্ট পাউডারের জল ফেলা কেন্দ্র করে দুই পরিবারের মারামারি।
কাপড় ধোয়া ডিটারজেন্ট পাউডারের জল ফেলানোকে কেন্দ্র করে শুরু হয় দুই পরিবারের মধ্যে শুরু হয় বচসা। তারপর হয় মারমারি। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর, এলাকার বাসিন্দা সুকুমার দে পরিবারের লোকজন মিলে ছররা, লাঠি ও বাটুল দিয়ে জয়দেব দে-র পরিবারের ৫ জনকে মারধর করেন।
বৃহস্পতিবার আহত অবস্থায় ওই ৫ জন ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করানোর পর ডেবরা থানায় অভিযোগ জানাতে উপস্থিত হয়।
এই ঘটনার তিন বছর আগের বাড়ি তৈরি করা কেন্দ্র করেও ওই দুই পরিবারের মধ্যে মারামারি হয়। আজ আবার ঘটলো৷
পুরো বিষয়টি খতিয়ে দেখছে ডেবরা থানার পুলিশ।
Comments