top of page

হলদিয়ায় সমবায় ব্যাংক ডাকাতির ঘটনায় গ্রেফতার ২

Writer: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN

বুধবার দুপুর ১২:১০ মিনিট নাগাদ হলদিয়ার চকলালপুর, দেউলপোতা,গরানখালি সমবায় সমিতিতে দুঃসাহসিক ডাকাতি হয়। বন্ধুক দেখিয়ে ১২ লক্ষ্ টাকা লুট করে ৬ জন ডাকাত। পালাবার সময় সিসিটিভি ক্যামেরা ও হার্ডডিস্ক ভেঙে নিয়ে যায় দুষ্কৃতীরা।


কিছুদিন আগে পুরুলিয়া সহরের ডাকাতি হয় এর পর পূর্ব মেদিনীপুরের হলদিয়ায়। গতকাল ঘটনাটি ঘটে সুতাহাটা থানা এলাকায়।


স্থানীয় সূত্রে খবর,১১টা নাগাদ ব্যাংকে আসে বাচ্চার নামে একাউন্ট খোলার বিষয়ে তথ্য সংগ্রহ করতে। এরপর আধ ঘন্টা পরে সেই ব্যাক্তিটি আসে তার দুই সঙ্গীকে নিয়ে। দুজনের হাতেই বন্ধুক ছিল। এরপর হার্ডডিস্ক, ওয়াইফাই বক্স সব ভেঙে নষ্ট করে দিয়ে ব্যাংকের লকার থেকে ১২ লক্ষ্য টাকা নিয়ে পালিয়ে যায় সেই ৩ জন।


সমবায় ব্যাংকের ম্যানেজার অপূর্ব দাস বলেন, " মাথায় হেলমেট পরা এক ব্যাক্তি আমার চেম্বারে ঢুকে পড়েছিল। তাকে হেলমেট খুলতে বলায় বন্দুক বার করে বলে আমি ডাকাত "।


এরপর পুলিশ তদন্ত চালায় এরপর দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। ধৃতদের নাম রফিকুল এবং সাহাজী। দুজনকেই হলদিয়া আদালতে তুলবে পুলিশ।

Comments


bottom of page