top of page

নাগেরবাজার বয়স্ক ব্যক্তির খুনে নয়া মোড়


নাগেরবাজার নয়াপট্টি এলাকার বাগান বাড়ি থেকে চলতি মাসের ২০ তারিখ সন্ধ্যায় কল্যাণ ভট্টাচার্য নামে বছর ৭২ এর এক বৃদ্ধের পচাগলা মৃতদেহ উদ্ধার করে নাগেরবাজার থানার পুলিশ। এরপরে তদন্তে নেমে নাগেরবাজার থানার পুলিশ।


নিশ্চিত হয় ওই বৃদ্ধকে খুন করেছেন তার গাড়ির চালক সৌরভ মণ্ডল। এরপরে ২২ তারিখ সৌরভকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে বৃদ্ধের খোয়া যাওয়া বি এম ডাব্লু গাড়ি সহ গ্রেফতার করে পুলিশ। তাকে হেফাজতে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে পুলিশের হাতে।


এবার এই ঘটনায় নতুন মোড়। সৌরভ কল্যাণ ভট্টাচার্যকে খুন করে বি এম ডাব্লু-র গাড়ির চাবি নেওয়ার সময় বৃদ্ধের একটি সোনার চেন নিয়ে পালিয়ে যায়। সেই চেন সৌরভ বসিরহাটের একটি সোনার দোকানে বিক্রি করে সেই অর্থ নিয়ে দিঘা ও মন্দারমনি সহ বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়ান। এমনটাই পুলিশ সূত্রে খবর।


সূত্রের আরও খবর, বৃদ্ধের বাড়ি থেকে একটি ল্যাপটপ ও ক্যামেরা খোয়া গিয়েছিল। সেগুলো উদ্ধার করেছে নাগেরবাজার থানার পুলিশ। তবে এখনও সোনার চেনটি উদ্ধার করতে পারেনি পুলিশ। সেটির সন্ধানে নাগেরবাজার থানার পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে।

Comments


bottom of page