top of page

আচমকা লরির ধাক্কায় মৃত্যু তিন ফুল ব্যবসায়ীর!


সিমেন্ট বোঝাই করা লরির ধাক্কাতে প্রাণ গেল তিন ফুল ব্যবসায়ীর। খড়্গপুরের ১৬ নম্বর জাতীয় সড়কে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। এই ঘটনায় সাত জন আহত হয়েছেন। তবে মনে করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ডেবরা টোল প্লাজা থেকে মাত্র ১ কিমি দূরে খড়্গপুর লোকাল থানার অন্তর্গত বুড়ামালাতে এই দুর্ঘটনা ঘটেছে আজ ভোর তিনটে নাগাদ। পুলিশ সূত্রে জানা গেছে, যাঁরা মারা গিয়েছেন, খড়্গপুর লোকাল থানার অন্তর্গত মুকসুদপুর এলাকায় তাঁদের প্রত্যেকের বাড়ি। চেষ্টা করা হচ্ছে মৃতদের পরিচয় জানার।



স্থানীয় সূত্রে খবর, শনিবার ভোরে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে ফুল লোডিংয়ের কাজ চলছিল। লক্ষ্মীপুজো উপলক্ষেই ফুল নিয়ে কোলাঘাটে যাওয়ার কথা ছিল গাড়িটির। কয়েক জন ফুল ব্যবসায়ী-সহ মোট ১০ জন গাড়িতে সেই ফুল তোলার কাজ করছিলেন। হঠাৎই সেই সময় ওই ফুলের গাড়িতে লড়িটি সজোরে এসে ধাক্কা মারে। ঘটনাস্থলেই সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তিন জনের।



স্থানীয় হাসপাতালে আহতদের ভর্তি করানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। একজনকে চিকিৎসার জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে কলকাতায় পাঠানো হয়েছে। তপন সামন্ত নামে আরও এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিক চিকিৎসার পরে উত্তমকুমার বাগ নামে এক ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি জানান, গাড়িতে ফুল বোঝাই -এর সময় হঠাৎই একটি লরি এসে ধাক্কা মারে। পাশের নয়ানজুলিতে গিয়ে পড়ে ফুলের গাড়িটি।



ইতিমধ্যেই খড়্গপুরের লোকাল থানার পুলিশ গাড়িটি উদ্ধার করেছে।

Comments


bottom of page