top of page

নজির বিহীন ঘটনা খড়গ্রামে, তৃণমূলের কার্যালয় কংগ্রেসের হাতে তুলে দিলেন এলাকাবাসী

Writer: Jaita Chowdhury, WTNJaita Chowdhury, WTN


শেষ হয়েছে পঞ্চায়েত ভোট। একাধিক জায়গাতে পঞ্চায়েত গঠন করেছে গেরুয়া শিবির। তবে, এবার পঞ্চায়েত ভোটের পর একেবারে অন্য চিত্র দেখা গেল মুর্শিদাবাদের খড়গ্রামে।


মুর্শিদাবাদ জেলার খরগ্রাম ব্লকের অন্তর্গত উত্তর নগরে নজিরবিহীন ঘটনা। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় সাধারণ মানুষ দখল করে জাতীয় কংগ্রেসের হাতে তুলে দিল। কংগ্রেসের দাবি, আগে এই কার্যালয়টি ছিল কংগ্রেসের। তৃণমূলের কর্মীরা তা দখল করে নিজেদের কার্যালয় বানিয়ে ছিল। কিন্তু বর্তমানে সাধারণ মানুষ একত্রিত হয়ে গণপ্রতিরোধ গড়ে তুলে তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়ে কংগ্রেসের হাতে তুলে দিল সেই কার্যালয়।

Commentaires


bottom of page