করম পূজা উপলক্ষে মুখ্যমন্ত্রী আগেই ছুটি ঘোষণা করেছিলেন।আগের রাজ্যের ছুটির তালিকায় এটি আংশিকভাবে ছুটি ছিল।
তবে পরবর্তীকালে পূর্ণ ছুটি দানের নোটিফিকেশন আসে। তাই করম পূজা উপলক্ষে ২৫ সেপ্টেম্বর সোমবার পূর্ণ ছুটি দেয় রাজ্য।
ছুটিতে অত্যন্ত খুশি আদিবাসী সম্প্রদায়রা। কয়েকটি পুজো কমিটি মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে এর জন্য ধন্যবাদ জানিয়েছেন। এটি একটি আদিবাসী সম্প্রদায়ের বিশেষ উৎসব। যেখানে তারা করম গাছের ডালকে পুজো করে।
পুজোটি হয় রাত্রিতে। তাই এখন গোটা কয়েকটি চা বাগানে পূজো নিয়ে সরগম লেগে রয়েছে। চলছে পূজোর প্রস্তুতি। তবে বৃষ্টির জন্য অনেকটাই কাজ পিছিয়ে গেছে বলেন পুজো কমিটির উদ্যোক্তারা।
পুজোটি চলবে রাত থেকে ভোর পর্যন্ত। পুজোর সময় ধামসা মাদলের সুরে মেতে ওঠে চারপাশ।তার পর আদিবাসী সম্প্রদায়ের রীতি অনুসারে সকালে ডায়না নদীতে হবে বিসর্জন।
Comments