top of page

বিশ্বকর্মা পুজোর দিনে ঘটলো অঘটন মহেশতলার নুঙ্গি অটো স্ট্যান্ডে

Writer: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN

দক্ষিণ ২৪ পরগনায় মহেশতলা নুঙ্গি অটো স্ট্যান্ডে বিদ্যুতের পোস্টে ট্রান্সফরমার পুড়ে গিয়ে ভয়াবহ আগুন লাগে।


বিশ্বকর্মা পুজোর দিন এরকম দুর্ঘটনা। ভয়াবহ আগুন এবং বিকট শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসি। ঘটনাস্থলে সেই সময় দমকলের একটি ইঞ্জিন পৌঁছায়।


এরপর ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ ও সিইএসি আধিকারিকরা তাড়াতাড়ি পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা চালায়।


এই ঘটনার জেরে এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। পুজোমণ্ডপগুলিতে রয়েছে অন্ধকার।

Comments


bottom of page