কলকাতায় মেঘলা আকাশ। দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমেছে কলকাতায় গত ২৪ ঘন্টায়। তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি বাড়বে। কমবে তাপমাত্রা।
সপ্তাহভর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি আরো একটু বাড়বে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের কয়েক জেলায়। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির স্পেল। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে সরে উত্তর-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগর এলাকায় বিস্তৃতি লাভ করেছে। ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। আগামী ২৪ ঘন্টায় সেই সম্ভাবনা রয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। উড়িষ্যার সংলগ্ন উপকূলে নিম্নচাপের প্রভাব বেশি থাকবে।
কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৫ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টিপাতের পরিমাণ ২১.৫ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গে পাহাড়ে ঢাকা মেঘের আড়ালে, সমতলে কোথাও মেঘলা, আবার কিছু জেলায় গরম। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ডুয়ার্স ভ্যাঁপসা গরম, বাড়ছে তাপমাত্রা। দার্জিলিং, কালিম্পং মনোরম আবহাওয়া। এছাড়া, আলিপুরদুয়ার, দক্ষিন দিনাজপুর, কোচবিহার বৃষ্টির সম্ভাবনা।
Comentarios