top of page

তৃণমূলের গুণ্ডাবাহিনীর হাতে তৃণমূল কর্মী খুন

Writer: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN

জমি দখলকে কেন্দ্র করে বিবাদের জেরে তৃণমূলের গুণ্ডাবাহিনীর হাতে তৃণমূল কর্মীরই খুনের অভিযোগ।নাম সিরাজুল মোল্লা।


বসিরহাটের ১৬ নম্বর ওয়ার্ডের হরিশপুর চরপাড়া এলাকায় ঘটলো এই ঘটনা। অভিযোগ, গত ৮ দিন আগে তৃণমূল কর্মী সিরাজুল মোল্লা তার জমিতে বাড়ি করার জন্য ভিত খোঁড়ে। কিন্তু এলাকার কিছু তৃণমূলের লোকজন সেই জমিতে তৃণমূলের ফ্ল্যাগ লাগিয়ে দিয়ে দখল করে নিতে চায়।


সিরাজুল সেই তৃণমূলের পতাকা তুলতে গেলে তাকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সিরাজুল ।


এরপর পরিবারের লোকজন এবং স্থানীয়রা সিরাজুলকে উদ্ধার করে প্রথমে বসিরহাট জেলা হাসপাতাল এবং পড়ে মধ্যমগ্রামের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে ।


সোমবার রাতে সিরাজুলের মৃত্যু হয়। এলাকার ফিরোজ ও রবিউল নামে দুজনের বিরুদ্ধে অভিযোগ । বসিরহাট থানায় অভিযোগ দায়ের হয়েছে । যদিও ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তন্ময় দফাদার তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।


তিনি বলেছেন, এর সঙ্গে তৃণমূলের কোন যোগ নেই। পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক। অপরাধী যে দলেরই হোক তাদের যেন শাস্তি হয়।





(Ruchika)

Comentários


bottom of page