top of page

তৃণমূল কর্মীকে মারধর, ঘটনায় চঞ্চল্য ছড়ায় খেজুরিতে

Writer: Ruchika Mukherjee, WTNRuchika Mukherjee, WTN

পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির নির্বাচন হয়েছে বুধবার। বুধবার রাতেই খেজুরিতে তৃণমূল কর্মীকে মারধর এবং বাড়িতে হামলার অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় খেজুরিতে।


বুধবার পূর্ব মেদিনীপুর জেলা শাসকের দপ্তরে খেজুরি ২ ব্লকের স্থায়ী সমিতি নির্বাচনের পর থেকে বিজেপির কর্মী সমর্থকরা খেজুরির বিভিন্ন এলাকায় উচ্ছ্বাসে মাতে।


এরমধ্যেই দক্ষিন বোগায় বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, রাতভর খেজুরির বিভিন্ন জায়গায় শুরু হয় ভাঙচুর, মারধর, বোমাবাজি।


তৃণমূলের অভিযোগ, বিজেপি স্থায়ী সমিতি গঠন করায় তৃণমূল তৃণমূল কর্মীদের মারধর, বোমাবাজি করে এলাকায় সন্ত্রাস তৈরি করতে চাইছে।


খেজুরি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। যদিও এই ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে

コメント


bottom of page